1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে আ’লীগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২
  • ৭৮ Time View

জামায়াত-শিবিরের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সারাদেশে সমাবেশ ও বিক্ষাভ মিছিল করবে।

ঢাকায় কেন্দ্রীয়ভাবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিকেল ৩টায় সমাবেশ ও শহীদ মিনার অভিমুখে বিক্ষোভ মিছিল করবে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচারের শাস্তি থেকে রেহাই দেয়ার জন্য বিএনপির মদদপুষ্ট হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি জামায়াতিরা গত দুদিন ঢাকাসহ দেশের বহু জায়গায় নতুন করে সন্ত্রাস ও নৈরাজ্যকর কর্মকান্ড চালিয়েছে। এ নৃশংসতায় সাংবাদিক, পুলিশ, নিরীহ পথচারীসহ বহু মানুষ আহত হয়েছে। তারা যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। জঙ্গিবাদী সন্ত্রাসী এ ন্যক্কারজনক ঘটনায় স্বাধীনতা ও শান্তিপ্রিয় গণতন্ত্রকামী দেশবাসী বিক্ষুব্ধ হয়েছে।

দলটির পক্ষ থেকে আরো বলা হয়েছে মুক্তিযুদ্ধকালে চিহ্নিত জামায়াতি অশুভ শক্তি স্বদেশ ভূমির বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগসহ এমন কোনো হীন অপরাধ নেই যা তারা নিজ দেশের ভূ-খন্ড ও জনগণের বিরুদ্ধে করেনি।

সুতরাং দেশবাসীর আকাঙক্ষাকে ধারণ করে বিগত জাতীয় সংসদ নির্বাচনে জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।

এ দাবির পক্ষে জনমত গঠন ও সব সাংঘর্ষিক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদস্বরূপ আওয়ামী লীগ বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করবে। একই কর্মসূচি সারাদেশে একযোগে পালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ