1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন

মসজিদে নববিতে ইতিকাফে বসলেন ১২০ দেশের মুসল্লি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৪০ Time View

পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতিকাফের জন্য মদিনার মসজিদে নববিতে সমবেত হয়েছেন হাজার হাজার মুসল্লি। এবার ১২০টি দেশের প্রায় চার হাজার মুসল্লি ইতিকাফে অংশ নিয়েছেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর সূত্রে আরব নিউজের খবরে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, পুরুষ মুসল্লিদের জন্য মসজিদের পশ্চিম দিকের ছাদের অংশ এবং নারী মুসল্লিদের জন্য উত্তর-পূর্ব অংশ নির্ধারণ করা হয়েছে।
পুরুষরা ৬ ও ১০ নম্বর সিড়ি এবং নারীরা ২৪ ও ২৫ নম্বর দরজা দিয়ে নির্ধারিত স্থানে প্রবেশ করতে পারবেন।

ইতিকাফরত মুসল্লিদের সুবিধার্থে বিশেষ সহায়তা হেল্প ডেস্ক, ব্যক্তিগত জিনিসপত্র রাখার লকার, ফার্স্ট এইড সুবিধাসহ মেডিক্যাল ক্লিনিক, বহুভাষিক অনুবাদ সেবা এবং ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।

তা ছাড়া ইফতার, রাতের খাবার, সেহরি এবং মোবাইল চার্জিং স্টেশনের সুবিধাও রয়েছে। প্রতি মুসল্লিকে একটি কেয়ার কিট ও রিস্টব্যান্ড দেওয়া হয়েছে, যা তাদের চলাচল ও নির্ধারিত এলাকায় প্রবেশ সহজ করবে।

সূত্র : আরব নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ