1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

ইউক্রেনের ভূমি ও বিদ্যুৎকেন্দ্র নিয়ে ট্রাম্প-পুতিন ফোনালাপ আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৩২ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে যুদ্ধ বন্ধের পাশাপাশি ইউক্রেইনের কিছু ভূখণ্ড ছাড় এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণের বিষয়টি নিয়েই মূলত কথা বলতে পারেন। খবর আল জাজিরার।

পুতিন ও ট্রাম্পের আলোচনার বিষয়টি ক্রেমলিনের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে এই দুই নেতা যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হতে পারেন বলেন আশা প্রকাশ করেছেন এক মার্কিন কর্মকর্তা।

ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার সময় এয়ার ফোর্স ওয়ান বিমানে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা এই যুদ্ধের অবসান ঘটাতে পারি কি না, তা দেখতে চাই। গত সপ্তাহে অনেক কাজ শেষ হয়েছে। হয়তো আমরা পারব, হয়তো পারব না। কিন্তু আমার মনে হয়, খুব ভালো সুযোগ আছে।

যুদ্ধবিরতির আলোচনায় কোন কোন বিষয়ে ছাড় দেওয়ার আলোচনা করা হবে, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা ভূমি নিয়ে কথা বলব, বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা করব। আমার মনে হয়, আমরা (রাশিয়া ও ইউক্রেন) এরই মধ্যে এমন অনেক বিষয় নিয়ে আলাপ করেছি। নির্দিষ্ট সম্পদ বণ্টন নিয়ে আমরা এরই মধ্যে আলোচনা করেছি।’

গত সপ্তাহে পুতিন বলেছেন, তিনি যুদ্ধবিরতির সঙ্গে একমত।
তবে শান্তিচুক্তির ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করতে চান তিনি। ইউক্রেন আগেই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে। তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাবে সায় না দেওয়ায় পুতিনের সমালোচনা করেছে কিয়েভের ইউরোপীয় মিত্ররা।

পুতিন ও ট্রাম্পের ফোনালাপের আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মঙ্গলবার এমন একটি কথোপকথনের প্রস্তুতি চলছে। তবে দুই নেতা কী নিয়ে আলোচনা করবেন, তা জানাননি তিনি।

ট্রাম্প গত মাসে পুতিনের সঙ্গে ফোনালাপ করেছিলেন। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গত বৃহস্পতিবার মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যুদ্ধবিরতির পরিকল্পনার বিশদ উপস্থাপন করেন। তিনি সিএনএনকে বলেন, কয়েক সপ্তাহের মধ্যে চুক্তি সম্পন্নের আশা করা যাচ্ছে।

তবে পুতিনের বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, পুতিন যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছেন।

এদিকে গতকাল সোমবার ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝিয়া অঞ্চলের স্টেপোভ নামের একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। এ ছাড়া গত রবিবার রাতে ইউক্রেনে ১৭৪টি ড্রোন ছুড়েছে মস্কো। আর ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার আস্ত্রাখানে একজন আহত হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত উত্তর কোরীয় আটক সেনাদের গ্রহণের প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। আর ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল ইউক্রেনকে ৩৮০ কোটি ডলার আর্থিক সহায়তা অনুমোদন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ