1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

এবার শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধছেন ‘পুষ্পা’ নির্মাতা সুকুমার!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৪২ Time View

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে এবার নতুন আঙ্গিকে হাজির করতে যাচ্ছেন পুষ্পাখ্যাত পরিচালক সুকুমার। এমন গুঞ্জনে এখন সয়লাব মুম্বাই শোবিজ অঙ্গন। শোনা যাচ্ছে, শাহরুখ একটি গ্রামীণ গল্পে নির্মিত রাজনৈতিক অ্যাকশন ড্রামার জন্য আলোচনায় রয়েছেন। এই সিনেমায় তাকে এক নতুন অবতারে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
যা পরিচালনা করবেন সুকুমার।

‘মিড ডে’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্পা’খ্যাত নির্মাতা সুকুমারের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন শাহরুখ। এই সিনেমায় শাহরুখ খান অভিনয় করবেন এক অ্যান্টি-হিরো চরিত্রে। গল্পে গ্রামীণ আবহে উপস্থাপন করা হবে শাহরুখকে।
সিনেমাটি শুধুমাত্র বিনোদন নয়, বরং জাতপাত ও শ্রেণিবৈষম্যের মতো কঠিন সামাজিক ইস্যুগুলোকেও তুলে ধরবে।

একটি ঘনিষ্ঠ সূত্র ‘মিড ডে’-কে জানায়, ‘কিং খান এখানে একজন অ্যান্টি-হিরোর চরিত্রে অভিনয় করবেন, তবে এটি শুধুমাত্র সাধারণ ভিলেন চরিত্র নয়। এই সিনেমাটি একটি গ্রামীণ রাজনৈতিক অ্যাকশন ড্রামা, যেখানে তাকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা যাবে।’

সোমবার (১৭ মার্চ) সিনেমা বিশ্লেষক সুমিত কাদেলও একটি পোস্টে জানিয়েছেন, দুজনের একসঙ্গে কাজ করার গুঞ্জন বেশ জোরালো হচ্ছে।
গ্রামীন গল্পে একটি রাজনৈতিক অ্যাকশন ড্রামায় একসঙ্গে কাজ করতে পারেন শাহরুখ-সুকুমার জুটি।

এছাড়াও টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনেও উঠে এসেছে এই তথ্য। যেখানে জানানো হয়েছে যে এই দুই মেগাস্টারের যুগলবন্দি হলেও সেটার জন্য বেশ লম্বা সময় অপেক্ষা করতে হবে ভক্তদের। কারণ ইতোমধ্যে রামচরণের সঙ্গে একটি সিনেমা ও ‘পুষ্পা ৩’ নির্মাণ নিয়ে ব্যস্ত সুকুমার। শাহরুখ খানও ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘দ্য কিং’ নিয়ে।
তাই দুজনের একসঙ্গে কাজ করাটা অনেক সময়ের ব্যাপার।

শাহরুখ খানের ভক্তরা ইতিমধ্যেই তাকে ভিলেন চরিত্রে দেখেছেন। ‘ডর’, ‘বাজিগর’-এর রহস্যময় ও দুর্দান্ত পারফরম্যান্স আজও কালজয়ী হয়ে রয়েছে। এরপর শাহরুখ অবশ্য রোমান্টিক নায়ক হিসেবেই নিজেকে আবর্তিত করেছেন। তবে ক্যারিয়ারের শুরুর দিকে নেগেটিভ রোলের সাফল্য আজও মাইলফলক হয়ে রয়েছে এ অভিনেতার জন্য। তাই আরো একবার নেগেটিভ চরিত্রে তাকে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরাও। যদিও এখন পর্যন্ত সিনেমাটির কোনো বিশ্বাসযোগ্য তথ্য মেলেনি। সুকুমার কিংবা শাহরুখের পক্ষ থেকেও আসেনি কোনো ঘোষণা। তবে এই গুঞ্জনকে একেবারেই এড়িয়ে যেতে নারাজ শাহরুখ ভক্তরা। পুষ্পা’খ্যাত পরিচালকের সঙ্গে শাহরুখ খানের রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন সবাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ