1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

ইমরান খানের নামে পাকিস্তানে স্টেডিয়াম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার কারাবন্দী ইমরান খানের নামে স্টেডিয়ামের নামকরণ করতে যাচ্ছে দেশটির সরকার! পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবর অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়া সরকার প্রদেশের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু, আরবাব নিয়াজ ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার, গান্ডাপুর ক্রীড়া বিভাগের একটি সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন মুখ্যমন্ত্রী আলি আমিন খান, যেখানে স্টেডিয়ামের নতুন নামকরণের প্রস্তাব করা হয়েছে। এখন এটি অনুমোদনের জন্য প্রাদেশিক মন্ত্রীসভার সামনে উপস্থাপন করা হবে।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ক্রীড়া মন্ত্রী সৈয়দ ফখর জাহান সংবাদ মাধ্যম ডনকে জানিয়েছেন, এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত রাজনীতির ঊর্ধ্বে, কারণ ইমরান খান দেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় নাম।
আদর্শভাবে গাদ্দাফি স্টেডিয়ামের নামই ইমরান খানের নামে রাখা উচিত ছিল, তবে সেখানে শুধুমাত্র একটি এনক্লোজারের নামকরণ করা হয়েছে তার নামে।

অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পরের বছর দুর্নীতি ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে হন গ্রেপ্তার। এরপর থেকে কারাগারেই আছেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে তো একটি জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই ইমরানের নামে স্টেডিয়ামের নামকরণ করছে বর্তমান সরকার!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ