1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

ট্রাম্পকে ব্যবসার জন্য হুমকি মনে করে ৯০% জাপানি কম্পানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩২ Time View

জাপানের প্রায় ৯০% কম্পানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যবসার জন্য হুমকি মনে করে। দেশটির ১০টি কম্পানির মধ্যে ৯টিই মনে করে ট্রাম্পের নীতি ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। রয়টার্স জাপান করপোরেট জরিপে বৃহস্পতিবার বেরিয়ে এসেছে এ তথ্য।

টোকিওর ব্যবসায়ীদের এমন মনোভাব যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জরিপের ফলাফলে দেখা গেছে, কিভাবে ট্রাম্পের উচ্চ শুল্ক নীতির ফলে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের ক্রমবর্ধমান চাপ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের কম্পানিগুলোকে মারাত্মক ঝুঁকির সম্মুখীন করবে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রের মধ্যে অন্যতম হচ্ছে জাপান। তবে টোকিওর কম্পানিগুলো অনেকটাই চীনের ওপর নির্ভরশীল। তারা যে যন্ত্রপাতি রপ্তানি করে তার বেশির ভাগই চীনের বাজারে আমদানি করা হয়।

এখন চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ফলে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে যে বাণিজ্যযুদ্ধের শঙ্কা ঘনীভূত হয়েছে তাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে জাপানের যন্ত্রপাতি উৎপাদন করা কম্পানিগুলো। জরিপে অংশ নেওয়া প্রায় ৮৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, ট্রাম্পের নীতিগত পদক্ষেপগুলো তাদের ব্যাবসায়িক পরিবেশের ওপর প্রতিকূল প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ