1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

টাইম ম্যাগাজিনের কাভারে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে ইলন মাস্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ Time View

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের প্রচ্ছদ নিয়ে আলোচনা নতুন নয়। ১৯২৩ সালে প্রকাশনা শুরুর পর থেকে গত এক শ বছরের বেশি সময়ে অসংখ্যবার সাময়িকীটির প্রচ্ছদ ঝড় তুলেছে চায়ের টেবিলে। সর্বশেষ গত শুক্রবারও টাইমের যে সংখ্যাটি প্রকাশ হয়েছে, তার প্রচ্ছদও বিশ্বজুড়ে আলোচনার খোরাক জুগিয়েছে।

টাইমের এবারের প্রচ্ছদে জায়গা পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তার কার্যালয় বা ওভাল অফিসে যে টেবিলে বসে দাপ্তরিক কাজ করেন, সেই টেবিল, যা ‘রেজ্যুলেট ডেস্ক’ নামেই বেশি পরিচিত।
সেই ডেস্কে প্রেসিডেন্টের চেয়ারে বসে আছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক! এমন উসকানিমূলক ছবি রাগান্বিত করতে পারে ট্রাম্পকে বলে এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ (ডিওজিই)-এর প্রধান হিসেবে মাস্ককে যে নজিরবিহীন ক্ষমতা দেওয়া হয়েছে, তা এখন আদালতে মামলার কারণে কিছুটা পিছিয়ে পড়েছে। তবে তার নীতি বাস্তবায়নের ফলে লাখ লাখ সরকারি কর্মী চাকরির অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

টাইম ম্যাগাজিনের কাভারে মাস্কের উপস্থিতি ট্রাম্পের জন্য বেদনার হতে পারে, কারণ তিনি বরাবরই এই ম্যাগাজিনের কাভার পেজকে সম্মানের প্রতীক হিসেবে দেখেন।

এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, টাইমের এই প্রতিবেদন এমন একসময় প্রকাশিত হলো, যখন মাস্ক সরকারের ব্যয় কমাতে এবং সরকারি কর্মচারী কমানোর নজিরবিহীন এক প্রকল্প চালিয়ে যাচ্ছেন, যার পুরোটাই রহস্যে আবৃত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ