1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল কোনো ছাড় নয়, ইউক্রেনকে ডনবাস ছাড়তে হবে নয়তো শক্তি প্রয়োগে স্বাধীন করব কেউ কেউ জুলাইয়ের স্পিরিটকে বিক্রি করে দিচ্ছে : শিবির সভাপতি ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সারা দেশে দোয়া প্রার্থনা ফাঁকা আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ জুবাইদা রহমান কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন : মাহদী আমিন মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের ৮৮টি বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র আরো ৭ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইসরায়েলকে

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ Time View

ইসরায়েলের কাছে সাত বিলিয়ন ডলারের বোমা ও ক্ষেপণাস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের মাত্র দুই দিন পর স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে এ কথা জানিয়েছে।

ইসরায়েলে ৭ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্রও রয়েছে।
ট্রাম্পের গাজা থেকে সকল ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে এটিকে একটি আন্তর্জাতিক ভ্রমণ গন্তব্য হিসেবে পুনর্গঠনের পরিকল্পনা ব্যাপক সমালোচিত হয়েছে। এমন সময় এবং ইসরায়েল ও হামাসের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি বহাল অবস্থাই এই বিশাল অস্ত্র বিক্রির ঘোষণা এল।

এর আগে জানুয়ারির শেষের দিকে ট্রাম্প দায়িত্ব গ্রহণের পরপরই ইসরায়েলে ২ হাজার পাউন্ড ওজনের বোমা পাঠানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। বেসামরিক হতাহতের আশঙ্কায়, বিশেষ করে দক্ষিণ গাজা শহর রাফায় হামলার সময় বাইডেন প্রশাসন বোমাগুলোর চালান স্থগিত করেছিল।

মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, স্টেট ডিপার্টমেন্ট ৬ দশমিক ৭৫ বিলিয়ন ডলারের বোমা ও ৬৬০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি করেছে। ডিএসসিএ এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় ইসরায়েলের সক্ষমতা উন্নত করবে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কারণ তারা এগুলো কিনেছে। তাই তিনি এগুলো ইসরায়েলের কাছে ছেড়ে দিয়েছেন।

পররাষ্ট্র দপ্তরের মতে, শুক্রবার কংগ্রেসে দুটি পৃথক বিক্রয় চুক্তি পাঠানো হয়েছে। একটি ৬ দশমিক৭৫ বিলিয়ন ডলারের, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরণের অস্ত্র, নির্দেশিকা কিট এবং অন্যান্য সম্পর্কিত সরঞ্জাম। রয়েছে ১৬৬টি ছোট ব্যাসের বোমা, ২ হাজার ৮০০টি ৫০০ পাউন্ডের বোমা এবং হাজার হাজার নির্দেশিকা কিট, ফিউজ, অন্যান্য বোমার উপাদান ও সহায়তা সরঞ্জাম। এই সরবরাহগুলো এ বছর শুরু হবে।

এই সপ্তাহের শুরুতে প্রতিনিধি গ্রেগরি মিকসের একজন মুখপাত্র অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘আমরা বেশ কিছু প্রশ্ন এবং উদ্বেগের বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।
ডিএসসিএ এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় ইসরায়েলের সক্ষমতা উন্নত করবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে সমর্থন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দেওয়া হয়েছে বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে গাজা থেকে সরানোর প্রস্তুতি নিতে।

সূত্র: এপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ