1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

পরিচালক রামগোপাল ভার্মার কারাদণ্ড, মিলবে না জামিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৫২ Time View

সম্প্রতি চেক বাউন্স মামলায় অতি দোষী সাব্যস্ত হয়েছেন আলোচিত ও বিতর্কিত পরিচালক রামগোপাল ভার্মা। আর এবার এই মামলার সাজা ঘোষণা করল মুম্বাইয়ের আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালত। সাজা হিসাবে পরিচালককে ৩ মাসে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই মামলায় জামিনও পাবেন না রামগোপাল।
কারণ, আদালত পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে।

চেক জালিয়াতির মামলায় মুম্বাইয়ের আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালত এ পরিচালককে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এই মামলায় জামিনও পাবেন না তিনি। কারণ, আদালত পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে।
তবে তার জেল থেকে বাঁচার একটি উপায় অবশ্য আছে। চেক বাউন্স মামলায় আগামী ৩ মাসের মধ্যে অভিযোগকারীকে ৩ লাখ ৭০ রুপি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পরিচালক এই টাকা দিতে ব্যর্থ হলে তাকে তিন মাসের জেল খাটতে হবে বলে জানিয়েছেন আদালত।

গত ২১ জানুয়ারি মঙ্গলবার পরিচালককে আদালতে শুনানির জন্য ডাকা হয়েছিল।
তবে তিনি সেদিন আদালতে হাজির হননি। আর তাই আদালত অবমাননার জন্য পরিচালককে ১৩৮ ধারায় অভিযুক্ত করা হয়েছে।

রামগোপালের বিরুদ্ধে এ মামলাটি ২০১৮ সালের। সেসময় সিনেমা তৈরির জন্য মহেশচন্দ্র মিশ্র ‘শ্রী’ নামক একটা সংস্থা তৈরি করেন। যেটি কিনা রামগোপাল ভার্মার কোম্পানির ‘ভার্মা করপোরেশন কোম্পানি’র সঙ্গে জুড়ে ছিল।
সে সময় মহেশচন্দ্র মিশ্র নামে ওই ব্যক্তি পরিচালকের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ আনেন। জানা গিয়েছিল, পরিচালক আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। যে কারণে তিনি সাম্প্রতিক সময়ে কোনো সিনেমাও তৈরি করেননি। তার আগের কয়েকটি সিনেমাও বক্স অফিসে বিশেষ ব্যবসা করতে পারেনি। যে কারণে নিজের অফিসও বিক্রি করে দিতে হয় রামগোপালকে।

এ ঘটনায় রামগোপাল ভার্মা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লেখেন, ‘আন্ধেরি কোর্টে আমার নামে ৭ বছরের পুরনো একটা মামলা চলছে। আমার এক প্রাক্তন কর্মচারীর ২ লাখ ৩৮ হাজার রুপির একটি চেক বাউন্স হওয়ার ঘটনাতেই এ মামলা দায়ের করা হয়েছিল। এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না।’

ভারতে বরাবরই ভিন্নধারার চলচ্চিত্র নির্মাণের জন্য আলোচিত পরিচালক রাম গোপাল ভার্মা। তার পরিচালিত বক্স অফিস হিট সিনেমার মধ্যে রয়েছে সত্য, রঙ্গিলা, শিবা, কোম্পানি, সরকার ইত্যাদি। তার আপকামিং সিনেমার মধ্যে ‘সিন্ডিকেট’ উল্লেখযোগ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ