উত্তর কোরিয়া রাশিয়ায় আরো সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে: সিউল

উত্তর কোরিয়া রাশিয়ায় আরো সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে: সিউল

উত্তর কোরিয়া ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ায় আরো সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ধারণা করা হচ্ছে ক্ষতির সম্মুখীন হওয়ার পরে এবং কিছু সেনা ইউক্রেন বাহিনীর কাছে আটক হলেও আরো সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।

জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সেনা প্রেরণের চার মাস পেরিয়ে গেছে। যুদ্ধে অসংখ্য হতাহত এবং বন্দি হওয়ার ঘটনা ঘটেছে।
তবু উত্তর কোরিয়া রাশিয়ায় অতিরিক্ত আরো সেনা প্রেরণের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে।’ জেসিএস বিশ্লেষণে পিয়ংইয়ং পরবর্তী কী কী পদক্ষেপ নিতে পারে তা নির্দিষ্ট করে বলা হয়নি।

উত্তর কোরিয়া একটি গুপ্তচর উপগ্রহ এবং একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণের প্রস্তুতিও নিচ্ছে, যদিও তাৎক্ষণিক পদক্ষেপের কোনো লক্ষণ দেখা যায়নি বলে জেসিএস জানিয়েছে।

চলতি মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে দুই উত্তর কোরীয় সেনাকে আটক করা হয়েছে।
যুদ্ধে প্রবেশের পর প্রথমবারের মতো ইউক্রেন উত্তর কোরিয়ার সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে।

ইউক্রেনীয় এবং পশ্চিমা পর্য়বেক্ষণ অনুসারে, রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে মস্কোর বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য পিয়ংইয়ং প্রায় ১১ হাজার সেনা মোতায়েন করেছে। এলাকাটি গত বছর ইউক্রেন এক আকস্মিক আক্রমণ চালিয়ে দখল করেছিল। কিয়েভের মতে, ৩ হাজারের বেশি হতাহত হয়েছে।

যদিও মস্কো এবং পিয়ংইয়ং প্রাথমিকভাবে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের খবর প্রত্যাখ্যান করেছিল। তবে অক্টোবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা থাকার বিষয়টি অস্বীকারও করেননি। এ ছাড়া উত্তর কোরিয়ার একজন কর্মকর্তা বলেছিলেন, এই ধরনের যেকোনো মোতায়েন বৈধ।

২০২৪ সালের জুনে পুতিনের পিয়ংইয়ং সফরের পর এই সহযোগিতা আসে। ওই সফরে দুই নেতা ‘ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ স্বাক্ষর করেন, যার মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও অন্তর্ভুক্ত ছিল।

সূত্র : রয়টার্স

Agriculture Beauty Fashion Feature political sports Technology আন্তর্জাতিক শীর্ষ খবর