1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল কোনো ছাড় নয়, ইউক্রেনকে ডনবাস ছাড়তে হবে নয়তো শক্তি প্রয়োগে স্বাধীন করব কেউ কেউ জুলাইয়ের স্পিরিটকে বিক্রি করে দিচ্ছে : শিবির সভাপতি ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সারা দেশে দোয়া প্রার্থনা ফাঁকা আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ জুবাইদা রহমান কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন : মাহদী আমিন মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের ৮৮টি বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

পুঁজিবাজার : ডিএসইর মূলধন বাড়ল ৩৬৪৭ কোটি টাকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৫৬ Time View

সূচকের উত্থানের মধ্যদিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৬৪৭ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.৫৬ শতাংশ বা ৩ হাজার ৬৪৭ কোটি টাকা।
চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ৫৮৭ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৫৬ হাজার ৯৪০ কোটি টাকা।

চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৩২.৬১ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ।
এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৮.৭৭ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ১১.২১ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ।

সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৩ কোটি ৩৬ লাখ টাকা।
এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৮৯০ কোটি ৩৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১৭২ কোটি ৯৯ লাখ টাকা।

এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৪ কোটি ৬০ লাখ টাকা বা ৯.১৫ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৬৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি ৭ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৭টি কম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০১টি কম্পানির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৬৭ শতাংশ ও ০.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৪৯.০৫ পয়েন্টে ও ৮৭৯৭.৩৯ পয়েন্টে। এছাড়া, সিএসই-৫০ সূচক ১.০৩ শতাংশ ও সিএসই-৩০ সূচক ১.০০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০৭.৬৫ পয়েন্টে ও ১১৮৭৭.৭১ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ০.৫৪ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৯৩৯.৬০ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৫২ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৮৩ কোটি ৭৬ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৬২ কোটি ২৪ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০০টি কম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির কম্পানির শেয়ার দর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ