লস অ্যাঞ্জেলেসে ফের দাবানলের হানা

লস অ্যাঞ্জেলেসে ফের দাবানলের হানা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে নতুন করে শুরু হয়েছে দাবানল। তীব্র বাতাসের কারণে লস অ্যাঞ্জেলসের উত্তরে বুধবার (২২ জানুয়ারি) একটি নতুন দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে।

নতুন এই দাবানলের আগুন ইতিমধ্যে পাঁচ হাজার একর এলাকা গ্রাস করেছে। পরিস্থিতি বিবেচনায় অন্তত ১৯ হাজার বাসিন্দাকে সতর্ক করা হয়েছে।
খবর এএফপি ও বিবিসির।

খবরে বলা হয়, লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) উত্তরে হিউজ ফায়ার নামে পরিচিত এই আগুন অঞ্চলটির দমকল বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। তারা ইতিমধ্যে মেট্রোপলিটন এলাকায় জ্বলতে থাকা দুটি বড় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

বুধবার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন এই আগুন ইটন ফায়ারের অর্ধেকেরও বেশি আকারে ছড়িয়ে পড়ে।
ইটন ফায়ার এই মাসের শুরুর দিকে লস অ্যাঞ্জেলেস অঞ্চলে ছড়িয়ে পড়া দুটি বড় দাবানলের একটি।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির কাস্টেইক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে যে তারা ‘জীবনের জন্য তাৎক্ষণিক হুমকির’ সম্মুখীন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশির ভাগ এলাকা এখনো শক্তিশালী, শুষ্ক বাতাসের কারণে চরম অগ্নিঝুঁকির জন্য রেড ফ্ল্যাগ সতর্কতার অধীনে রয়েছে।

এর আগে ১০ দিনের বেশি সময় ধরে দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে লস অ্যাঞ্জেলেস।
দাবানলে প্রাণ গেছে অন্তত ২৮ জনের। পুড়ে গেছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা। পরবর্তী সময়ে বাতাসের গতি ধীরে ধীরে কমতে থাকায় দাবানল নিয়ন্ত্রণে আসে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছে বাসিন্দারা।
এর মধ্যে নতুন করে ফের শুরু হলো দাবানল।

Agriculture Beauty Fashion Feature political sports Technology আন্তর্জাতিক শীর্ষ খবর