1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

তুরস্কে স্কি হোটেলে আগুন, ১০ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৯৬ Time View

তুরস্কের স্কি রিসোর্ট শহর বোলুর একটি হোটেলে মঙ্গলবার অগ্নিকাণ্ডে ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া এ তথ্য জানিয়েছেন।

তুর্কি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত দুজন জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছে। ১২ তলার গ্র্যান্ড কারটাল হোটেলে স্থানীয় সময় রাত ৩টা ২৭ মিনিট নাগাদ এ অগ্নিকাণ্ডটি ঘটে।
তখন সেখানে ছুটি কাটাতে যাওয়া ২৩৪ জন অতিথি অবস্থান করছিল বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

তুরস্কজুড়ে ছড়িয়ে পড়া ফুটেজে জানালায় ঝুলন্ত বিছানার চাদর দেখা যায়, যা ব্যবহার করে অনেকে জ্বলন্ত ভবন থেকে পালানোর চেষ্টা করেছিল। বোলুর গভর্নর আবদুলআজিজ আইদিন জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনে অনুসারে, অগ্নিকাণ্ডটি হোটেলের চতুর্থ তলার রেস্তোরাঁ অংশে শুরু হয়েছিল এবং সেখান থেকে ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

বেশ কয়েকজন মন্ত্রী ঘটনাস্থলে যান এবং কর্মকর্তারা জানিয়েছেন, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।
তবে হোটেল কর্তৃপক্ষ তদন্ত করছে, আগুন ছড়িয়ে পড়ার সময় অতিথিরা তাদের কক্ষে আটকা পড়েছিলেন কি না। গভর্নরের মতে, কারটালকায়ায় অবস্থিত এই হোটেল থেকে বোলুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব ও প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ার কারণে অগ্নিনির্বাপণ যানবাহন পৌঁছতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে।

ছবিতে হোটেলের ধ্বংসপ্রাপ্ত লবি ও মেঝেতে কাচের টুকরা, অভ্যর্থনা ডেস্ক ও কাঠের আসবাব পুড়ে কালো রং ধারণ করতে দেখা গেছে। কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, ভবনটি ধসে পড়তে পারে।

স্কি প্রশিক্ষক নেসমি কেপসেটুটান তুরস্কের টেলিভিশনে জানান, তিনি হোটেলটি চিনতেন বলে পালাতে সক্ষম হন, কিন্তু যারা হোটেলটি ভালোভাবে চিনতেন না, তারা ততটা সৌভাগ্যবান হননি। তিনি এনটিভিকে বলেন, “লোকজন জানালা দিয়ে চিৎকার করছিল, ‘আমাদের বাঁচান’। কারণ ভেতরে প্রচণ্ড ধোঁয়া ছিল। আমরা ২০-২৫ জনকে বের করে আনতে পেরেছি।”

ইস্তাম্বুল ও রাজধানী আংকারা থেকে আসা স্কি পর্যটকদের মধ্যে বোলুর পর্বতমালা জনপ্রিয়।
স্কুলের দুই সপ্তাহের ছুটির শুরুতে হোটেলটি প্রায় পূর্ণ ধারণক্ষমতায় কাজ করছিল। উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই শহরটি আংকারা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত। অগ্নিকাণ্ডটি একটিমাত্র হোটেলে সীমাবদ্ধ থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের আরেকটি হোটেল খালি করা হয় বলে তুরস্কের গণমাধ্যমকে জানান গভর্নর।

এদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো পরিষ্কার নয়। বিচারমন্ত্রী ইয়িলমাজ তুনচ জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য প্রসিকিউটরদের নিয়োগ দেওয়া হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এক্সে বলেছেন, ‘আগুনে প্রাণ হারানো আমাদের নাগরিকদের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে করুণা প্রার্থনা করছি।’ পাশাপাশি তিনি ‘এই মর্মান্তিক দুর্ঘটনায়’ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন।

সূত্র : বিবিসি, এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ