1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

ডব্লিউএইচও থেকে বেরিয়ে যেতে ট্রাম্পের সই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৬০ Time View

জাতিসংঘের বিশেষ সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এরপর তিনি বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন। এর মধ্যে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া সংক্রান্ত আদেশও রয়েছে।

নির্বাহী আদেশে সইয়ের পর ট্রাম্প বলেন, ‘ওহহ, এটা অন্যতম গুরুত্বপূর্ণ।’ ট্রাম্প আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এত দিন অন্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র ‘অন্যায্য পরিমাণে’ অর্থ প্রদান করেছে।

দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিল।
ওই সময় বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়েছিল।

দ্বিতীয়বারের মতো ট্রাম্প ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের এই নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক সংস্থাটি কভিড-১৯ কীভাবে পরিচালনা করেছে, তার সমালোচনা করেছিলেন ট্রাম্প এবং মহামারি চলাকালীন জেনেভাভিত্তিক এই প্রতিষ্ঠান থেকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছিলেন। রাষ্ট্রপতি জো বাইডেন পরে সেই সিদ্ধান্তটি বাতিল করেন।

আদেশে বলা হয়েছে, ‘চীনের উহান এবং অন্যান্য বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট থেকে উদ্ভূত কভিড-১৯ মহামারি মোকাবেলায় সংস্থাটির ভুল পরিচালনা, জরুরিভাবে প্রয়োজনীয় সংস্কার গ্রহণে ব্যর্থতা এবং ডব্লিউএইচও সদস্য রাষ্ট্রগুলোর অনুপযুক্ত রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীনতা প্রদর্শনে অক্ষমতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই সংস্থা থেকে বের হয়ে আসছে।’

নির্বাহী আদেশে আরো বলা হয়েছে, ‘এই প্রত্যাহারের অর্থ জাতিসংঘের অংশ ডব্লিউএইচও-কে মার্কিন যুক্তরাষ্ট্র যে ‘অন্যায্য পরিমাণে’ অর্থ প্রদান করছিল, তা থেকে বের হয়ে আসা।’

এদিকে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প। একই সঙ্গে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসা, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, পানামা খাল ফেরত নেওয়া, বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বৃদ্ধির মতো কয়েকটি ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ