1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

টিকটক নিষেধাজ্ঞায় ৯০ দিন সময় দিতে পারেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৫৪ Time View

যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার ব্যাপারে টিকটককে ৯০ দিন সময় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এই ঘোষণা দিতে পারেন তিনি।

শনিবার (১৮ জানুয়ারি) মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, টিকটককে ৯০ দিনের সময়সীমা দেওয়া ঠিক হবে। যদি আমি তা করি, তবে সোমবার তা ঘোষণা করার সম্ভাবনা বেশি।

ট্রাম্প বলেন, ‘৯০ দিনের মেয়াদ বৃদ্ধির বিষয়টি সম্ভবত করা হবে, কারণ এটি যথাযথ। আপনি জানেন, এটি উপযুক্ত। আমাদের এটি সাবধানতার সাথে দেখতে হবে। এটি একটি খুব বড় পরিস্থিতি।

এদিকে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই বন্ধ হয়েছে টিকটক অ্যাপের কার্যক্রম। নিষেধাজ্ঞা চালুর কয়েক ঘণ্টা আগেই অ্যাপটি কাজ করা বন্ধ করে দেয়। অ্যাপে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইউজাররা।

বিবিসির খবরে বলা হয়, মার্কিন ইউজাররা যখন টিকটকে ঢোকার চেষ্টা করছেন তাদেরকে এই বার্তাটি দেখানো হচ্ছে, ‘দু:খিত।
এ মুহূর্তে টিকটকের সেবাগুলো চালু নেই। যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করে একটি আইন চালু করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এর অর্থ হলো আপনি আপাতত টিকটক ব্যবহার করতে পারছেন না।

টিকটকের বিবৃতিতে বলা হয়েছে যে, আমরা সৌভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি ক্ষমতা গ্রহণের পরে টিকটক পুনরায় চালুর বিষয়ে আমাদের সাথে কাজ করবেন।

শুক্রবার টিকটকের এক বিবৃতিতে জানানো হয়, আগেই জানানো হয়েছিল, জো বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত না বদলালে রবিবার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কিন্তু এর চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা। টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে, এই আশঙ্কা ব্যক্ত করেছে মার্কিন প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ