1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর আবারও চীনের নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৬১ Time View

তাইওয়ানে অস্ত্র বিক্রির অভিযোগে চীন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ১০টি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এক সপ্তাহেরও কম সময়ে এ নিয়ে দ্বিতীয়বার একই ইস্যুতে মার্কিন কম্পানিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিল বেইজিং।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, লকহিড মার্টিন, জেনারেল ডায়নামিকস ও রেথিয়নের অধীন কয়েকটি প্রতিষ্ঠানকে ‘অবিশ্বস্ত সংস্থার তালিকায়’ যুক্ত করা হয়েছে, যারা তাইওয়ানে অস্ত্র সরবরাহে জড়িত। এই নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো চীনে আমদানি-রপ্তানি বা নতুন কোনো বিনিয়োগ করতে পারবে না।
তাদের শীর্ষ কর্মকর্তাদের চীনে প্রবেশেও নিষেধাজ্ঞা থাকবে।

গত শুক্রবার চীন তাইওয়ানে মার্কিন সামরিক সহায়তার অভিযোগে বোয়িংয়ের সহযোগী প্রতিষ্ঠান ইনসিটুসহ সাতটি মার্কিন সামরিক শিল্পপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। চীন ও ওয়াশিংটনের মধ্যে স্বশাসিত তাইওয়ান প্রধান একটি উত্তেজনার কারণ। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে চীন বলেছে, বেইজিং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নেবে।

এ ছাড়া চীনের বাণিজ্য মন্ত্রণালয় এদিন আরো ২৮টি মার্কিন প্রতিষ্ঠানের নাম তাদের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে, যা দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করবে। জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষার পাশাপাশি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। নিষিদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জেনারেল ডায়নামিকস, লকহিড মার্টিন করপোরেশন, বোয়িং ডিফেন্স, স্পেস অ্যান্ড সিকিউরিটি।

ওয়াশিংটন যদিও গণতান্ত্রিক দ্বীপটিকে তাইওয়ানকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দেয় না, তবে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত মিত্র ও অস্ত্রের সবচেয়ে বড় সরবরাহকারী।
ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য ৫৭১.৩ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সহায়তা প্রদানে সম্মত হন।

এর আগে গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছিলেন, এসব কার্যক্রম চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করছে। এ ছাড়া চীন সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের ওপর চাপ বাড়িয়েছে এবং প্রেসিডেন্ট লাই চিং-টের মে মাসে ক্ষমতায় আসার পর থেকে তিন দফা বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ