1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

দুর্ঘটনার পর চালককে মারবেন না: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২
  • ৭১ Time View

ট্রাফিক আইন সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে দুর্ঘটনার পর আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর দপ্তরে মোটরযানের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) ট্যাগসহ রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেট এবং ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট উদ্বোধনকালে তিনি এ আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “যে কোনো দুর্ঘটনার পর আইন নিজের হাতে তুলে নেবেন না। চালককে মারবেন না। গাড়িতে আগুন দেবেন না।”

এ সময় দুর্ঘটনা রোধে স্কুল শিক্ষার্থীসহ দেশবাসীকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

“মোটরযানের মালিক, চালক, নিয়ন্ত্রক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারীসহ সবার সুবিধা নিশ্চিত করতে এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে” মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “এর মধ্য দিয়ে দেশের পরিবহন খাত নতুন যুগে প্রবেশ করল।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “এতে গাড়ির মালিক ও যাত্রীরা উপদ্রবমুক্ত থাকবেন এবং একজনের নামে কয়টি গাড়ি আছে, তাও জানা যাবে।”

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এই আধুনিকায়নে সহযোগিতার জন্য মেশিন টুলস ফ্যাক্টরিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সেনাপ্রধান ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) চেয়ারম্যান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং সড়ক ও জনপথ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এমএএন সিদ্দিকী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ