1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

ধনী অভিনেতার তালিকায় শীর্ষে শাহরুখ খান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৫২ Time View

‘বলিউড বাদশাহ’খ্যাত অভিনেতা শাহরুখ খান। দীর্ঘ পাঁচ বছর বিরতি পর গত বছর বলিউডের বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করেন এ অভিনেতা। তিনটি সুপার ডুপার হিট সিনেমা উপহার দিয়েছিলেন। ‘জওয়ান’ এবং ‘পাঠান’ তো বিশ্বজুড়ে প্রায় ২০০০ কোটি টাকার উপর আয় করেছিল। ‘ডাংকি’ সিনেমাটিও ভালো ব্যবসা করেছিল।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ২০২৪ সালে ৬ হাজার কোটি রুপির বেশি সম্পদ নিয়ে ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তকমা পেয়েছেন শাহরুখ খান। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস ভারতের শীর্ষ ধনী তারকাদের তালিকা প্রকাশ করেছে। সেখানে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ৬ হাজার ৩০০ কোটি রুপি।

এরপরই রয়েছেন সালমান খান, তার মোট সম্পত্তি হলো ২ হাজার ৯০০ কোটি রুপির। ৩ নম্বরে অবস্থানে থাকা অক্ষয় কুমার ২ হাজার ৫০০ কোটি রুপির সম্পত্তির মালিক। আমির খান ১ হাজার ৮৬২ কোটি রুপির সম্পত্তির মালিক। জোসেফ বিজয় ৪৭৪ কোটি রুপির সম্পত্তির মালিক। অন্যদিকে রজনীকান্তের আছে ৪৩০ কোটি রুপির সম্পত্তি।

‘পুষ্পা’খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের মোট সম্পত্তির হিসাব হলো ৩৫০ কোটি রুপি। প্রভাসের ২৪১ কোটি রুপির সম্পত্তি আছে। অজিত কুমারের আছে ১৯৬ কোটি রুপির সম্পত্তি। এবং দশম স্থানে আছেন কমল হাসান। তার মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি রুপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ