1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

নান্দাইল পৌরসভা মেয়রের মুক্তির দাবিতে সাংবাদিক সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ অক্টোবর, ২০১২
  • ১০০ Time View

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলররা।

মঙ্গলবার পৌরসভা কার্যালয়ে এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এক নম্বর প্যানেল মেয়র লোকমান হোসেন।

উপস্থিত ১২ জন কাউন্সিলরের স্বাক্ষরিত ওই বক্তব্যে দাবি করা হয়, ঈদের আগের দিন একটি মহল ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করলে পুলিশ মেয়রকে গ্রেফতার করে জেলে পাঠায়। এতে করে পৌরসভার দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা অবিলম্বে মেয়রকে মুক্তি দেওয়ার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

অপরদিকে গত সোমবার বিএনপির একাংশের উদ্যোগে পৌর মেয়র ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এএফএম আজিজুল ইসলাম পিকুলের মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে পৌর মেয়রের বাসভবন প্রাঙ্গণে পৌর বিএনপির সভাপতি দীপক চন্দ্র রায়ের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন ভুঁইয়া, আতাহার আলী, ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সাধারণ সম্পাদক শামছুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পল্লব রায়, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌস প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে মেয়রের মুক্তি দাবি করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ঈদের আগের দিন রাতে জেলে পাঠিয়ে চরম অমানবিক আচরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ