1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

হার্দিকের ৭০ শতাংশ সম্পত্তি দাবি নাতাশার! বিবাহবিচ্ছেদের গুঞ্জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৪৭ Time View

কিছু দিন ধরে হার্দিক পাণ্ড্য এবং নাতাশা স্তানকোভিচের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছে। যদিও এ নিয়ে কেউই মুখ খোলেননি। আইপিএল খেলে হার্দিক চলে গিয়েছেন লন্ডন। সেখানেই আছেন সার্বিয়ান মডেল-অভিনেত্রী। বিবাহবিচ্ছেদের খোরপোশ হিসাবে হার্দিকের সম্পত্তির একটা বড় অংশ নাকি দাবি করেছেন নাতাশা।

সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে নাতাশা ‘পাণ্ড্য’ পদবি মুছে দিয়েছেন। তার পরেই হার্দিকের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর খোরপোশ বাবদ অভিনেত্রী হার্দিকের সম্পত্তির ৭০ শতাংশ দাবি করেছেন। তার কমে তিনি নাকি রাজি নন। উল্লেখ্য, হার্দিকের মোট সম্পদের পরিমাণ ১৫০ কোটি টাকার বেশি (মতভেদে প্রায় ১৬৫ কোটি টাকা)। সেই হিসাবে নাতাশা প্রায় ১০৫ কোটি টাকার সম্পত্তি দাবি করেছেন।

স্ত্রীর সঙ্গে বেশ কিছু দিন ধরে দূরত্ব তৈরি হয়েছে হার্দিকের। গত ৪ মার্চ নাতাশার জন্মদিনেও সমাজমাধ্যমে শুভেচ্ছা জানাননি হার্দিক। দীর্ঘ দিন তাঁদের এক সঙ্গে দেখাও যায়নি। সমাজমাধ্যমে এক সঙ্গে দু’জনের ছবি দেখা গিয়েছিল গত ১৪ ফেব্রুয়ারি।

সম্প্রতি আলেকজান্ডার আলেক্সলিকের সঙ্গে একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন নাতাশা। আলেকজান্ডারের সঙ্গে বলিউড অভিনেত্রী দিশা পাটানির সম্পর্ক রয়েছে বলে জল্পনা রয়েছে। রেস্তরাঁর বাইরে ছবি তোলেন নাতাশা। তখনই তাঁকে প্রশ্ন করা হয়, সত্যিই কি তাঁর আর হার্দিকের মধ্যে কোনও সমস্যা হয়েছে? জবাবে নাতাশা হাসিমুখে বলেন, “ধন্যবাদ”। তার পরে রেস্তরাঁর ভিতরে চলে যান। আর কোনও কথা বলেননি হার্দিকের স্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ