1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন

হলমার্ক কেলেঙ্কারি সোনালী ব্যাংকের ডিজিএম আজিজুর আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ অক্টোবর, ২০১২
  • ৭২ Time View

হলমার্ক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সোনালী ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আজিজুর রহমানকে রাজধানীর রমনা এলাকা থেকে আটক করেছে র‌্যাব-৩।

রেবাবার রাতে তাকে আটক করা হয় বলে র‌্যাব-৩ এর একটি সূত্র জানিয়েছে।

আজিজুর রহমান সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন।

চলতি মাসের ৪ সেপ্টেম্বর তারিখে আজিজুর রহমানসহ হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরকে আসামি করে মোট ২৭ জনের নামে রমনা থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আলোচিত হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় মোট ১১টি মামলা করেছে দুদক।

মামলায় যাদের প্রধান আসামি করা হয়েছে তারা হচ্ছেন— হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তানভীরের স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, তানভীরের ভায়রা ও গ্রুপের জিএম তুষার আহমেদ, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ডিজিএম একেএম আজিজুর রহমান, একই শাখার এসইও সাইফুল হাসান, ইও আবদুল মতিন, ব্যাংকের ডিএমডি কাজী ফখরুল ইসলাম, আতিকুর রহমান, জিএম নওশের আলী খন্দকার, মাহবুবুল হক, আনম মাসররুরুল হুদা সিরাজী, মোস্তফিজুর রহমান, ননীগোপাল নাথ, মীর মহিদুর রহমান প্রমুখ।

জানা গেছে, রূপসী বাংলা শাখা থেকে হলমার্ক গ্রুপসহ ৬টি কোম্পানি আত্মসাৎ করেছে মোট ৩ হাজার ৬৪৭ কোটি টাকা। এর মধ্যে হলমার্ক এককভাবে আত্মসাৎ করেছে ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ