1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

বেঁধে দেওয়া সময়ে ৮ ব্যাংক প্রস্তাবনা দিচ্ছে!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ অক্টোবর, ২০১২
  • ৭২ Time View

রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া ব্যাংকগুলোর ব্যবসায়িক প্রস্তাবনা জমা দেওয়ার সময় শেষ হচ্ছে মঙ্গলবার। অনুমোদন পাওয়া নতুন ৯ ব্যাংকের মধ্যে ৮টি ব্যাংক চূড়ান্ত ব্যবসায়িক প্রস্তাবনা জমা দেবে নির্ধারিত সময়ে। আর একটি ব্যাংক সময় চেয়ে আবেদন করেছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে।

সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র মতে, বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রস্তাবিত এনআরবি ব্যাংক সময়ের আবেদন করেছে। এর মালিকানায় রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নিজাম চৌধুরী। গত এপ্রিল মাসের ১৬ তারিখে ৬ মাস সময় বেঁধে দিয়ে অনুমোদন পাওয়া ব্যাংকের উদ্যোক্তাদের আগ্রহপত্র (লেটার অব ইন্ট্যান্ড-এলওআই) ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগের সংশ্লিষ্ট সূত্র বলছে, এলওআই পাওয়া ব্যাংকগুলোর ব্যবসায়িক প্রস্তাবনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম পরিচালনা পর্ষদের সভায় আলোচনা হবে। এছাড়া ব্যাংকের পরিচালকদের কেউ ঋণ খেলাপি কিনা তা জানা হবে।

বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা এ ব্যাপারে রোববার বলেন, “এর বাইরে উদ্যোক্তারা পরিশোধিত মূলধন হিসেবে যে ৪০০ কোটি টাকা পে-অর্ডার করবেন তা কর পরিশোধিত কিনা অর্থাৎ সাদা টাকা কিনা তা জানতে চাওয়া হবে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। এরপর এদের উদ্দেশ্যে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হবে। যেটি নিয়ে ব্যাংকগুলো আনুষ্ঠানিকভাবে তার বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে।”

জানা গেছে, অনুমোদন পাওয়া ব্যাংকের মধ্যে ইউনিয়ন ব্যাংক ও মেঘনা ব্যাংকের পক্ষে প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। রোববার ব্যাংকগুলোর পক্ষে কেন্দ্রীয় ব্যাংকে প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে শহীদুল আলম নামের এক ব্যক্তির। এছাড়া সাংসদ এইচএন আশিকুর রহমান ও নসরুল হামিদের প্রস্তাবিত মেঘনা ব্যাংকের চেয়ারম্যান আশিকুর রহমান।

এম আমজাদ হোসেনের ‘সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেড, প্রধানমন্ত্রীর আয়কর উপদেষ্টা এসএম মনিরুজ্জামানের মিডল্যান্ড ব্যাংক এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ফরাসত আলীর এনআরবি কমার্সিয়াল ব্যাংকের পক্ষে গত সপ্তাহে আবেদন জমা দেওয়া হয়েছে। সব মিলিয়ে গত সপ্তাহে তিনটি আবেদন জমা পরে।

সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ফার্মারস ব্যাংক, সরকার দলীয় সাংসদ ও প্রধানমন্ত্রীর আত্মীয় ফজলে নূর তাপসের মধুমতি ব্যাংকের পক্ষে সোমবার কেন্দ্রীয় ব্যাংকে প্রস্তাবনা দেওয়া হতে পারে। তবে মহিউদ্দিন খান আলমগীর মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তিনি আর ব্যাংকের পরিচালক থাকতে পারছেন না। ফলে তার চেয়ারম্যান থাকার সুযোগ আপাতত নেই। তবে তার অংশীদারিত্ব থাকতে পারে। ফলে ভবিষ্যতে তার পরিচালক হওয়ার সুযোগ রয়ে গেলো। এছাড়া যুক্তরাজ্য প্রবাসী ইকবাল চৌধুরীও নির্ধারিত সময়ে আবেদন করবেন বলে বাংলাদেশ ব্যাংকে মৌখিকভাবে অবহিত করেছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের এপ্রিল মাসের ৩ তারিখে প্রবাসীদের মালিকানাতে তিনটি বাণিজ্যিক ব্যাংক এবং ৮ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় দেশীয় উদ্যোক্তাদের মালিকানাতে ৬টি বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। গত বছরের ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে নতুন ব্যাংকের জন্য আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। মোট ৩৭টি আবেদন জমা পড়ে নতুন ব্যাংকের জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ