1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

আসন্ন ঈদে মসলাজাতীয় পণ্যের দাম বাড়বে না

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ অক্টোবর, ২০১২
  • ৬৯ Time View

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের অভ্যন্তরীণ বাজারে মসলাজাতীয় পণ্যের দাম বাড়বে না বলে অভিমত ব্যক্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে মসলা জাতীয় পণ্যের আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত এক জরুরি মতবিনিময় সভায় এ অভিমত ব্যক্ত করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মুর্তজা রেজা চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

সভায় বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের অভ্যন্তরীণ বাজারে পিঁয়াজ, রসুন, আদা, হলুদ, শুকনা মরিচ ও গরম মসলার সরবরাহ এবং মূল্য স্থিতিশীল থাকবে। এ সকল মসলাজাতীয় পণ্যের সরবরাহ ও মূল্য যাতে কোনো কারণে অস্বাভাবিক না হয় সেজন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় আরো বলা হয়েছে, বাজারে চাহিদা মোতাবেক মসলাজাতীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে সরকার ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা প্রদান করবে। তারপরও কেউ যদি বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় মসলা জাতীয় পণ্যের আমদানিকারক, পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে বাজারে চাহিদা মোতাবেক পর্যাপ্ত পরিমাণে এসব মসলাজাতীয় পণ্যের মজুদ ও সরবরাহ রয়েছে। এগুলোর দামও সহনীয় পর্যায়ে রয়েছে। ঈদকে সামনে রেখে এ সকল পণ্যের সরবরাহ কমানো হবে না এবং দামও বাড়ানো হবে না বলে ব্যবসায়ীরা জানান।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি) কমল কৃষ ভট্টাচার্য, ট্যারিফ কমিশন, টিসিবি ও এফবিসিসিআই-এর প্রতিনিধি এবং বাংলাদেশ পাইকারী গরম মসলা ব্যবসায়ী সমিতির মহাসচিব মোঃ আজিজুল হকসহ  অন্যান্য ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ