1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত : নৌপরিবহন উপদেষ্টা হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি : মাহফুজ আলম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন আহমদ হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এসেছে এয়ার অ্যাম্বুল্যান্স

প্রতি জেলায় ১০ পর্যটন স্পট চিহ্নিত করা হবে: পর্যটনমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ অক্টোবর, ২০১২
  • ৭৮ Time View

দেশের ঐতিহ্যকে রক্ষা করতে প্রতিটি জেলায় ১০টি করে পর্যটন স্পট চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-২০১২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, “আমরা দেশীয় পর্যটনকে এগিয়ে নিতে যোগাযোগসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছি। ঢাকা-কুয়াকাটা সরাসরি যোগাযোগ আগামী বছর থেকে শুরু হবে।” পর্যটন শিল্পের উন্নয়নের জন্য অর্থমন্ত্রীকে একশ’ কোটি টাকা বরাদ্দ দেওয়ার অনুরোধ জানাবেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, “বাংলাদেশ অপার সৌন্দর্যের দেশ। আমাদের মানুষের আতিথেয়তা বিশ্বব্যাপী প্রশংসিত। এ দেশ একটি সুপ্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ দেশ। এখানে নানা প্রাচীন স্থাপনা রয়েছে যা ইতিহাসের সাক্ষী। পর্যটক আকর্ষণের জন্য আমরা তাদের বিশেষ সুবিধা দিতে চাই। তাদের জন্য অনারেবল ভিসার ব্যবস্থা করবে সরকার। থাকবে যাতায়াত এবং আবাসনের সব রকমের সুবিধা।”

অনুষ্ঠানে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হাসান মনসুরের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মাকসুদুল হাসান খান, বাংলাদেশ ট্যুরিজন বোর্ডে প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান খান কবির, সিটিব্যাংকের বিপণন প্রধান নাজমুল করিম চৌধুরীসহ মেলায় অংশ নেওয়া বিভিন্ন দেশের পর্যটন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

উল্লেখ্য, আট দেশের অংশগ্রহণে গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয় দ্বিতীয় এশীয় পর্যটন মেলা। মেলায় বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপিন্স, জাপান, চীন ও নেপালের ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস, হোটেল, ট্যুর অপারেটর এবং এ খাতে বেসরকারি সেবাদানকারী অন্যান্য প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় অংশগ্রহণকারী আটটি দেশের ১৩০টি পর্যটন প্রতিষ্ঠানের ২০৯টি স্টল দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ