1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

সাধারণ মানুষের কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে হবে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১২
  • ৬৮ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নতুন প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত করতে সাধারণ মানুষের কাছে এই মহান নেতার আদর্শ তুলে ধরা আমাদের দায়িত্ব।
আজ রাজধানীর পিআইডি’র সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান রচিত এবং চলচ্চিত্র ও প্রকাশনা দপ্তর (ডিএফপি) প্রকাশিত ‘বঙ্গবন্ধু সহজ পাঠ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাঙ্গালী জাতির নেতাই ছিলেন না, বরং তিনি ছিলেন বিশ্বের সকল মুক্তিকামী মানুষের নেতা।’
বঙ্গবন্ধুকে আধুনিক বাঙ্গালী জাতীয়তাবাদের জনক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে স্বাধীনতা এনে দেয়ার পাশাপাশি বিশ্বের মানচিত্রে এদেশের ভৌগলিক পরিচয়ও প্রতিষ্ঠা করেন।
তথ্য মন্ত্রণালয়ের অধীনে ডিএফপি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার মহাপরিচালক একেএম শামিম চৌধুরীর।
তথ্যসচিব হেদায়েত উল্লাহ্ আল মামুন এবং শিক্ষাসচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহ্সানুল করিম, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) আমিনুল ইসলাম, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দোপাধ্যায় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাহীন মনোয়ারা হক এমপি, ডিএফপি’র পরিচালক হোসনে আরা আখতার ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।
তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনকের হত্যাকান্ডের পর প্রতিক্রিয়াশীল শক্তি সুদীর্ঘ ২১ বছর এদেশ থেকে বঙ্গবন্ধুর আদর্শকে নির্বাসনে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে বঙ্গবন্ধুর আদর্শ পুনঃপ্রতিষ্ঠিত হয়।
পরে তথ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের লেখা ৬০ পৃষ্ঠার বইটির মোড়ক উন্মোচণ করেন। জাতীয় শিক্ষাক্রম বোর্ডের আওতায় সপ্তম শ্রেণীর পাঠ্যসূচিতে বইটি অন্তর্ভুক্ত করা হবে।
বইটিতে বঙ্গবন্ধুর স্কুল জীবন, রাজনৈতিক শিক্ষা, ব্রিটিশ বিরোধী আন্দোলন, সক্রিয় রাজনীতিতে অংশ গ্রহণ, ১৯৬৯ সালের গণআন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে অব্যাহতি, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধুর গ্রেফতার ও কারাবাস, বঙ্গবন্ধুর শাসনামল এবং বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি স্থান পেয়েছে।

– বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ