1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

আগামীকাল থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১২
  • ৬৪ Time View

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বেসরকারি বাসের টিকেট আগামীকাল থেকে বিক্রি শুরু হবে।
অন্যদিকে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি ঘরমুখী যাত্রীদের সুবিধার্থে একযোগে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১৫ অক্টোবর থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে।
বাংলাদেশ রেলওয়ে ঢাকা ও চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেট আগামী ১৩ অক্টোবর থেকে বিক্রি শুরু করবে।
বেসরকারি পরিবহন সংস্থা হানিফ এন্টারপ্রাইজের গাবতলির কাউন্টার ম্যানেজার মোঃ শামীম বাসসকে জানান, আগামীকাল বুধবার থেকে ঈদুল আজহার অগ্রিম টিকে বিক্রি শুরু হবে। ১০ অক্টোবর টিকেট দেয়া হবে ২১ অক্টোবরের যাত্রার টিকেট। তিনি জানান, সারাদেশে এই প্রতিষ্ঠানের প্রায় ৫শ’ বাস চলাচল করে। প্রতিদিন দেশের সকল কাউন্টার থেকে টিকেট বিক্রি করা হবে। অন্যান্য বেসরকারি সড়ক পরিবহন সংস্থা নির্ধারিত গন্তব্যের অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে।
সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি আগামী ২২ অক্টোবর যাত্রার টিকেট বিক্রি করবে ১৫ অক্টোবর। ২৬ অক্টোবর যাত্রার টিকেট বিক্রি হবে ১৯ অক্টোবর।
বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) কামাল উদ্দিন জানান, অগ্রিম টিকেট বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ১১ অক্টোবর। তিনি জানান, এবার একতলা বাসের পাশাপাশি ডাবল ডেকারও চালানো হবে। তিনি বলেন, যেসকল রুটে যাত্রীদের টিকেটের চাহিদা বৃদ্ধি পাবে সে সকল রুটে অতিরিক্ত বাস দেয়া হবে।
বাংলাদেশ রেলওয়ে ঈদুল আজহা উপলক্ষে ডাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে আগামী ১৩ অক্টোবর থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শরু করবে।
রেলওয়ে সূত্র জানায়, ২২ অক্টোবর যাত্রার টিকেট ১৩ অক্টোবর, ২৩ অক্টোবর যাত্রার টিকেট ১৪ অক্টোবর, ২৪ অক্টোবর যাত্রার টিকেট ১৫ অক্টোবর, ২৫ অক্টোবর যাত্রার টিকেট ১৬ অক্টোবর এবং ২৬ অক্টোবর যাত্রার টিকেট ১৭ অক্টোবর বিক্রি করা হবে।
সূত্র জানায়, অগ্রিম টিকেট সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিক্রি করা হবে। রেলওয়ে কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব টিকেট বিক্রি করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, একজন যাত্রী অথবা সংগ্রহকারীকে সর্বোচ্চ ৪টি টিকেট দেয়া হবে। যাত্রী সাধারণের সুবিধার্থে মোবাইল ফোন ও ইন্টারনেটে আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি প্রক্রিয়া অব্যাহত থাকবে।

– বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ