1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

রাজধানীর মালিবাগে শাহ্জালাল ব্যাংকের ৭৫তম শাখা উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১২
  • ৬২ Time View

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ৭৫তম শাখা উদ্বোধন করা হয়েছে।

গত ৮ অক্টোবর ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন। তিনি শাখা প্রাঙ্গণে ব্যাংকের একটি এটিএম বুথেরও উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান ও আলহাজ মোহাম্মদ সোলায়মান, ভাইস চেয়ারম্যান আলহাজ খন্দকার সাকিব আহমেদ এবং  পরিচালক আলহাজ সৈয়দ নুরুল আরেফিন, আলহাজ মোঃ হাসান, আলহাজ তোফাজ্জল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুর রহমান সরকার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মুখতার হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খান বলেন, “আধুনিক ব্যাংকিং প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশেই উন্নতমানসম্পন্ন ব্যাংকিং সেবার ওপর নির্ভরশীল। শাহজালাল ইসলামী ব্যাংক সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানসম্পন্ন ব্যাংকিং সার্ভিস প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।”

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ