1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

ডেসটিনি গ্রুপের কর্মকর্তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ অক্টোবর, ২০১২
  • ৬৭ Time View

ডেসটিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি, ডেসটিনি ট্রি প্ল্যানটেশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বজনদের ৫৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জহুরুল হক শুনানি শেষে এ নির্দেশ দেন।

এর আগে সোমবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ঢাকার স্পেশাল জজ আদালতে এ আবেদন করেন।

সংশ্লিষ্ট আদালতের ভারপ্রাপ্ত বিচারক ড. মোঃ আখতারুজ্জামান এ বিষয়ে মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।

দুদকের বিশেষ পিপি মোঃ কবির হোসাইন জানান, সোমবার আবেদন করা ২৫২টি অ্যাকাউন্টের কথা বলা হলেও মূলত পৃথক দুটি মামলায় মোট ৫৩৩টি ব্যাংক হিসাব জব্দের আবেদন করা হয়। মঙ্গলবার শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

তিনি জানান, ৩১টি ব্যাংকে থাকা ডেসটিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি, ডেসটিনি ট্রি প্ল্যানটেশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৫৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আবেদন করা হয়েছে।

অ্যাকাউন্টগুলোর মধ্যে আসামিদের আত্মীয়স্বজনদের সন্দেহজনক অ্যাকাউন্টও রয়েছে।

আদালতের আদেশের পর ডেসটিনির পক্ষ থেকে অ্যাকাউন্ট জব্দের আদেশের বিরুদ্ধে আপত্তি দাখিল করা হলেও বিচারক তা নাকচ করে দেন।

আবেদনে বলা হয়, ডেসটিনি ট্রি প্ল্যানটেশন ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে সংগৃহীত দুই হাজার ৩৩৫ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৫০০ টাকার মধ্যে দুই হাজার ১০৬ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা আসামিরা অবৈধভাবে হস্তান্তর করেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলায় উল্লিখিত আসামিরা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট ও রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন।

সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, উত্তরা ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, সোসাল ইসলামী ব্যাংক, ইউসিবিএল, ইস্টার্ন ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক, কমার্স ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এশিয়া ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, এইচএসবিসি ও পূবালী ব্যাংকে ডেসটিনির ৫৩৩টি অ্যাকাউন্ট রয়েছে।

এ সম্পর্কে ডেসটিনির আইনজীবী ঢাকা মহানগর সাবেক পিপি অ্যাডভোকেট এহসানুল হক সমাজী জানান, ডেসটিনির আরো কিছু ব্যাংক একাউন্ট এর আগেও জব্দ হয়েছে, যা নিয়ে হাইকোর্টে রিট বিচারাধীন আছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ২২ জনকে দেওয়া মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতের জামিন আদেশ বাতিল করেন বিশেষ জজ আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ