1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

বিশ্বব্যাংকের ঋণ সহায়তার ১১ প্রকল্প একনেকে উঠছে বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ অক্টোবর, ২০১২
  • ৫৯ Time View

রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০১২-১৩ অর্থ বছরের ৫ম সভা অনুষ্ঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবার।

এ সভায় মোট ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হবে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৪৩ কোটি ৪ লাখ৭৭ হাজার  টাকা।

প্রকল্প ব্যয়ের মধ্যে বিশ্বব্যাংকের সহযোগী সাহায্য সংস্থা (আইডিএ) সহায়তা দেবে ২ হাজার ৪১৬ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। আর সরকারি সহায়তা থেকে মেটানো হবে ৯২৬ কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা।

প্রকল্প এলাকা নির্বাচনের ক্ষেত্রে বিশ্বব্যাংক পরিচালিত ফিজিবিলিটি স্টাডির সুপারিশ মোতাবেক দারিদ্র্য, অবকাঠামোগত অনগ্রসরতাসহ সামগ্রিক  সামাজিক অবস্থার বিষয় বিবেচনা করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে অনুষ্ঠেয় বিশ্বব্যাংকের বোর্ড সভায় প্রজেক্ট অ্যাপ্রোভাল ডকুমেন্ট এবং  ফিন্যান্সিং এগ্রিমেন্ট অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় বলে বিশ্বব্যাংক জানিয়েছে।

আগামী একনেক সভায় যেসব প্রকল্প অনুমোদন দেওয়া হবে তা হলো- স্ট্রেনদেনিং অব বাংলাদেশ  পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার শীর্ষক প্রকল্প, বাংলাদেশ বেতার শাহবাগ কমপ্লেক্স আগারগাঁও ঢাকার স্থানান্তর নির্মাণ ও আধুনিকায়ন,

সিলেট, বরিশাল ও খুলনা শহরে সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন এবং দক্ষিণ এশিয়ায় টুরিজম অবকাঠামো প্রকল্প নিমার্ণ।

এছাড়া অন্যান্য প্রকল্পগুলো হলো- পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট- সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প, বাগেরহাট জেলার পোল্ডার ৩৪/২ এর সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প, রুরাল ট্রান্সপোর্ট উন্নয়ন প্রকল্প-২, পুলিশ বিভাগের ১০১টি জরাজীর্ণ থানা ভবন নিমার্ণ প্রকল্প, সব উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, মাধ্যমিক বৃত্তি প্রকল্প এবং মংলাতে ৫০ হাজার মেট্রিকটন খাদ্য ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্যগুদাম নির্মাণ।

এছাড়া বৃহস্পতিবার একনেকে ১২টি জেলা কারাগার নির্মাণ প্রকল্পের সমাপ্তি মূল্যায়ন প্রতিবেদনের ওপর সারসংক্ষেপ আলোচনা হবে।

একনেক সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ