যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেবে-তাদেরও বিচার করা হবে : নৌপ্রতিমন্ত্রী

যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেবে-তাদেরও বিচার করা হবে : নৌপ্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আমেরিকা-ইউরোপ কি বললো-তাতে বাংলাদেশের কিছু আসে যায়না, বাংলাদেশের জনগণ কি বলছে-সেটাই হচ্ছে মুখ্য বিষয়। কারণ বাংলাদেশ পরিচালিত হচ্ছে-এদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার দিয়ে। নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা ১৯৭১ সালের গণহত্যাকারীদের বিচার করেছি, বঙ্গবন্ধুর খুনীদের বিচার করেছি। যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেবে-তাদেরও বিচার করা হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ শীর্ষ খবর