1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

মেয়েকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৩৮ Time View

প্রতিবছর আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে কেউ থাকুক না থাকুক, বলিউডের একজন পরিচিত মুখ থাকবেই থাকবে। মেয়ের জন্মের পর সেই এখন মায়ের সঙ্গী। মায়ের সঙ্গে কান ফেস্টিভাল রয়েছে মেয়ে। গতকাল রাতেই মুম্বাই বিমানবন্দরে মায়ের হাত ধরে আড়ষ্ট মেজাজে দেখা যায় অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র কন্যাকে।
বলিউডের সর্বপ্রথম কান চলচ্চিত্র উৎসবে অভিষেক করেন ঐশ্বরিয়া।
প্রতিবছরই তিনি আমন্ত্রণ পান উৎসবে। আর মেয়েকে নিয়ে চলে যান ফ্রান্সে। তবে উদ্বোধনের দিন দেখা গেল না তাকে। ইতিমধ্যে পৌঁছে গেছেন তারা কান উৎসবে। মা-মেয়ের যুগলকে কানে উষ্ণ অভ্যর্থনা জানাল কর্তৃপক্ষ। একটি ভিডিওতে দেখা গেছে, প্রাক্তন বিশ্বসুন্দরীকে একটি ফুলের স্তবক দিয়ে বরণ করা হচ্ছে। অভিনেত্রীর পরনে ছিল, ফয়েল প্রিন্টসহ একটি কালো ট্রেঞ্চ। পোশাকটি মাইকেল সিনকো দুবাইয়ের থেকে আনা হয়েছে। অভিনেত্রী আজ রাতে রেড কার্পেটে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে।
ঐশ্বরিয়া রাই বচ্চন, বছরের পর বছর ধরে কান ফিল্ম ফেস্টিভালে নিয়মিত উপস্থিত হচ্ছেন। ২০১৪ সালে কান ফিল্ম ফেস্টিভালে, তিনি রবার্তো ক্যাভালির একটি সোনার মারমেইড গাউনে ভূষিত হয়েছিলেন। এবার দেখার পালা এ বছর তিনি কী সাজে ধরা দেন।
এদিকে কানে এ বছর অভিষেক করেছেন একাধিক বলিউড তারকা। যাদের মধ্যে আছেন সারা আলি খান, এশা গুপ্তা, বিজয় ভার্মা, মানুষী চিল্লার, আনুশকা শর্মা, ম্রুনাল ঠাকুর। এ ছাড়াও রয়েছেন বিঘ্নেশ শিবান, তামান্না ভাটিয়া, ঊর্বশী রাউতেলা। ইতিমধ্যে সারা, মানুষী, ঊর্বশীর রেড কার্পেটের লুক ভাইরাল হয়েছে।
এদিকে কানে অভিষেক করলেন বিগবস খ্যাত জনপ্রিয় নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী। তিনি কান অভিষেক সম্পর্কে তার উত্তেজনা ভাগ করে নিয়ে বলেছেন, ‘আমি খুব কৃতজ্ঞ এবং কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হাঁটার জন্য সত্যিই উন্মুখ। মনে হচ্ছে আমি এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমার সংস্কৃতি এবং শিকড়ের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আমি অত্যন্ত উত্তেজিত এবং আশা করি আমি সবাইকে গর্বিত করব। ’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ