1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

পরোয়ানা থাকলে, অন্যায় করলে পুলিশ খুঁজবে-ধরবেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩১ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যাদের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে, অন্যায় করেন, তাদের খুঁজে বের করে পুলিশ ধরবেই। এটা পুলিশের নিয়মিত কার্যক্রম।
আজ বুধবার (১০ মে) দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচন সামনে রেখে ধরপাকড় শুরু হয়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে, অন্যায় করেন, তাদের খুঁজে বের করে ধরবে– এটা নিয়মিত কার্যক্রম। যাদের ধরা হচ্ছে যদি আপনারা দুএকজনের নাম বলেন তাহলে আমি বলে দিতে পারব তাদের বিরুদ্ধে কতগুলো পরোয়ানা ছিল।
মন্ত্রী বলেন, আমি লিস্টগুলো মাঝে মাঝে দেখি। আমি এমনও দেখেছি একেকজনের বিরুদ্ধে ২০-৩০টি করে মামলায় পরোয়ানা ইস্যু হয়ে রয়েছে। এসব বহু পুরোনো ওয়ারেন্ট। তাদের বহুবার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তারা আদালতে গিয়ে সারেন্ডার করে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার কথা ছিল কিন্তু তারা এসব করেনি। এসব ওয়ারেন্ট ধরে পুলিশ তামিল করছে। মির্জা ফখরুল সাহেব যেটা বলেছেন, সেটা সত্য নয়। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, সুনির্দিষ্ট মামলা রয়েছে শুধু তাদের ধরা হচ্ছে।
নির্বাচন সামনে রেখে পুলিশকে সাজানো হচ্ছে, বদলি করা হচ্ছে, এমন অভিযোগ আছে। এ ব্যাপারে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের পুলিশ এখন অত্যন্ত দক্ষ, অত্যন্ত অভিজ্ঞ। পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। নির্বাচনের জন্য পুলিশকে সাজানো গোছানোর প্রশ্নই আসে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ