1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ ৩৩৬ জনের গেজেট বাতিলে সুপারিশ জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত : নৌপরিবহন উপদেষ্টা হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি : মাহফুজ আলম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন আহমদ

পোশাক রফতানিতে বাংলাদেশকে বিশেষ সুবিধা দেবে রাশিয়া: বিকেএমইএ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১২
  • ৮০ Time View

লিস্ট ডেভেলপড কান্ট্রি (এলডিসি) হিসেবে বাংলাদেশকে পোশাক রফতানিতে রাশিয়া বিশেষ সুবিধা দেবে বলে জানিয়েছে দেশের নিট পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিকেএমইএ।

এছাড়া ভিসা সংক্রান্ত জটিলতার সমাধান এবং জিএসপি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কাস্টম ইউনিয়নের অন্তর্ভূক্ত দেশগুলোর সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণেরও আশ্বাস দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বিকেএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

উল্লেখ্য, মস্কোতে চার দিনব্যাপী (২৫-২৮ সেপ্টেম্বর) বাংলাদেশি নিট পোশাকের এক প্রদর্শনী উপলক্ষে বিকেএমইর একটি প্রতিনিধিদল বর্তমানে রাশিয়ায় রয়েছেন। এ প্রদর্শনীর ফলে রাশিয়ায় বাংলাদেশি নিট পোশাক রফতানির আদেশ বিপুল পরিমাণ বাড়বে বলে মনে করছে বিকেএমইএ।

মেলা চলার সময় সফররত বিকেএমইএ প্রতিনিধিদলের সঙ্গে গত বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বিকেএমইএ আরো জানায়, ওই বৈঠকে দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ বিশেষ করে বাংলাদেশ থেকে নিট পণ্যের রফতানি বৃদ্ধির ক্ষেত্রে বিরাজমান প্রতিবন্ধকতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে রাশিয়ার বাজারে জিএসপি সুবিধা প্রাপ্তি, ব্যবসায়ীদের জন্য দুই বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা, এলডিসিভূক্ত দেশ হিসেবে বাংলাদেশকে ডব্লিউটিওর নতুন সদস্য দেশ রাশিয়ার কাছ থেকে বিশেষ সুবিধা আদায়, রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে নিট পণ্যের আমদানিকারকদের তালিকা প্রদানসহ বাজার সম্প্রসারণে বিশেষ সুবিধা প্রদানের অনুরোধ জানান বিকেএমইএ নেতারা।

বিকেএমইএ জানায়, রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক আমদানিকারক দেশ। গত বছর রাশিয়ায় পোশাক আমদানির পরিমাণ ছিল প্রায় ৩২৭ কোটি ডলার।

এ বছর রাশিয়া ‘বিশ্ব বাণিজ্য সংস্থা’র (ডব্লিউটিও) সদস্য হওয়ায় সেখানে বাংলাদেশের নিট পণ্যের বাজার সম্প্রসারণের এক বিশাল সম্ভাবনার সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিকেএমইএ। পাশাপাশি চীন বর্তমানে পোশাক রফতানি থেকে ক্রমশ দূরে সরে যাওয়ায় বাংলাদেশের জন্য এটাও একটা বড় সুযোগ।

বিকেএমইএ জানায়, মেলা চলাকালীন বৃহস্পতিবার মস্কোয় বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি নিট পণ্যের সুদৃঢ় অবস্থান, প্রতিযোগিতামূলক দাম এবং স্বল্প সময়ে উন্নত মানসম্পন্ন  নিটওয়্যার পণ্যের রফতনির সক্ষমতা সম্পর্কে সেখানকার আমদানিকারকদের অবহিত করা হয়। ওই সংবাদ সম্মেলনে রাশিয়ার পোশাক খাতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং সেখানকার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানায় বিকেএমইএ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ