আ’লীগের শুভেচ্ছা, বিএনপি’র বিক্ষোভের মাঝে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

আ’লীগের শুভেচ্ছা, বিএনপি’র বিক্ষোভের মাঝে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে পৌঁছেছেন। পুলিশের ব্যাপক উপস্থিতি ও কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিমান বন্দরে নামেন তিনি। দলের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি এবং বিরোধী দলের বিক্ষোভ কর্মসূচি থাকলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার মুখে পড়তে হয়নি শেখ হাসিনাকে।

নিউইয়র্ক সময় রোববার সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে অ্যামিরেটস এয়ারলাইন্সের বিমানটি নিউইয়র্ক জন এফ কেনেডি বিমান বন্দরে অবতরণ করে। তবে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পরে পৌঁছে ফ্লাইট।

বিমান বন্দরের ভিতরে গেটে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপুমনি, রাষ্ট্রদূত ড. এ. কে. আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কন্সাল জেনারেল সাব্বীর আহমেদ ওয়াশিংটনে নিযুক্ত প্রেস মিনিস্টার স্বপন সাহা, ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মামুন অর রশীদ। তবে  যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমানসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থণা জানাতে বাইরে অপেক্ষা করলেও দেখা পাননি প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমান বন্দর থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ভিআইপি বহিঃগমন পথে হোটেলে হায়াতে  নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকর্মীরা এ দায়িত্ব পালন করে । তবে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী ও উপস্থিতিতে যুক্তরাষট্র আওয়ামীলীগ ও  যুক্তরাষট্র বিএনপি’র নেতাকর্মীরা পাশাপাশি শান্তিপূর্ণ সহবস্থানে পক্ষে বিপক্ষে সমাবেশ করে। গত বছর দু’দলের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটলেও এবার তা ঘটেনি ।

যুক্তরাষট্র আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান জানিয়েছেন, সারাদিন বিশ্রামের পর বিকেলে হোটেল  হায়াতে প্রধানমন্ত্রীকে যুক্তরাষট্র আওয়ামীলীগের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়াসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে অবহিত করা হবে ।

এদিকে, বিমান বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধিত করতে যুক্তরাষট্র আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, নিউইয়র্ক সিটি ও স্টেট আওয়ামীলীগসহ অন্যান্য অংগ সংগঠন এবং পৃথক ভাবে নর্থ আমেরিকা আওয়ামীলীগের আনুমানিক ৫ শত নেতাকর্মী উপস্থিত  হন। তারা পদ্মাসেতুর অর্থায়নে বিশ্ব ব্যাংকের ফিরে আসায় এবং দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দেয়ার সফল নেতৃত্বের জন্য শেখ হাসিনাকে অভিনন্দিত করে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। ব্যানার ফেস্টুনে তারা সরকারের বিভিন্ন  সাফল্যের চিত্র তুলে ধরেন। আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে সৈয়দ বশারত আলী, নিজাম চৌধুরী, আব্দুস সামাদ আজাদ, মুজিবুর রহমান, এমদাদ চৌধুরী, শাহীন আজমল, ফারুক আহমেদ, ছাত্রলীগের জয় আবেদীন জাহাঙ্গীর মিয়া  প্রমুখ উপস্থিত ছিলেন ।

অন্যদিকে অদূরেই দাঁড়িয়ে পাশাপাশি যুক্তরাষ্ট্র বিএনপি ও ৩৪ সংগঠনের ব্যানারে এবং অন্য দুভাগে বিভক্ত বিএনপির দুই শতাধিক  নেতাকর্মী  বিমানবন্দরে হাসিনা বিরোধী প্রতিবাদ সমাবেশ করেন ।
প্রতিবাদ সমাবেশে তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছাড়াও ‘এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি’ শ্লোগান দিতে থাকেন তারা।

এছাড়া ব্যানার ফেস্টুনে সরকারের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়। বিএনপির, সরাফত হোসেন বাবু, বেলাল মাহমুদ, জসিম ভুঁইয়া, খালেক আখন্দ, গোলাম ফারুক শাহীন, জহির মোল্লা তোফায়েল চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন ।

পরস্পরবিরোধী এই সমাবেশ ও স্লোগান স্থানীয় অনেকেরই দৃষ্টি কাড়ে। তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বিমানবন্দরে ঘটেনি।

বাংলাদেশ