1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন

আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে এমওইউ সই

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২
  • ৭৮ Time View

আর্থিক খাতের সমন্বয় বাড়াতে বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানেরর উপস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থাগুলো মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতা স্মারকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে নির্বাহী পরিচালক এসএম মনিরুজ্জামান, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির পক্ষে সদস্য নব গোপাল বণিক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষে নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পক্ষে পরিচালক মো. সাজ্জাদ হোসেন সই করেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এসময় বলেন, “এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাজের মধ্যে কার্যকর সমন্বয় ঘটবে। আর্থিক খাতের বিভিন্ন বিষয়ের ওপর পারস্পরিক সংলাপ ও তথ্য বিনিয়মের মাধ্যমে সংস্থাগুলোর মধ্যে আস্থা ও সহযোগিতার মনোভাব গড়ে উঠবে। এর ফলে পারস্পরিক সম্পর্কযুক্ত নীতিমালা প্রণয়ন ও তদারকির ক্ষেত্রে মতপার্থক্য দূর করে সমন্বিত নীতি প্রণয়নের মাধ্যমে আর্থিক খাতের স্থিতিশীলতাকে নিশ্চিত করা যাবে।”

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নেত্বত্বে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে আগে থেকে নিয়মিত সমন্বয় সভা অনানুষ্ঠানিকভাবে হয়ে আসছে। তবে আর্থিক খাতের গতিশীলতা বজায় রাখার স্বার্থে আনুষ্ঠানিকভাবে সমন্বিত ও কার্যকর কর্মপরিকল্পনা নেওয়ার প্রয়োজন ছিল। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর নীতি প্রণয়ন তথা সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ সমঝোতা স্মারকটি সই হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ