1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

অল্প সময়ের মধ্যেই সাগর-রুনি হত্যার প্রকৃত তথ্য: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২
  • ৬২ Time View

অল্প সময়ের মধ্যেই সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার প্রকৃত তথ্য দেশবাসীর কাছে হাজির করতে পারবেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সাংবাদিক দম্পতি সাগর-রুনি আমার অত্যন্ত স্নেহের। অত্যন্ত অল্প সময়ের মধ্যেই সাগর-রুনি হত্যার ব্যাপারে আমরা প্রকৃত তথ্য দেশবাসীর কাছে হাজির করতে পারব। আর মনে রাখবেন, আমি যতক্ষণ পর্যন্ত হত্যাকারীদের শাস্তির ব্যবস্থা করতে না পারব, ততক্ষণ তথ্যমন্ত্রী হিসেবে আমি আপনাদের মতই চোখের জল নিয়ে মন্ত্রী পরিষদে কাজ করব।”

তিনি বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বলেন, “সর্বোচ্চ আদালত দ্বারা বাতিল হওয়া অবাস্তব-অযৌক্তিক পুরনো এ কাঠামো আর পুনর্বহাল করার এখতিয়ার শেখ হাসিনা বা মহাজোটের কোনো সংসদ সদস্যেরই নেই।”

“কিন্তু খালেদা জিয়া তত্ত্বাবধায়ক ইস্যুতে নানা সংকট সৃষ্টি করছেন“ উল্লেখ করে, তার উদ্দেশ্যে তিনি বলেন, “আপনি টালবাহানা না করে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারে কাঠামো পুনর্বহালের অযৌক্তিক দাবি ছেড়ে দিয়ে, অন্তর্বর্তী সরকারের নতুন রূপরেখা তৈরির জন্য সংলাপে বসুন। সংলাপই হচ্ছে একমাত্র পন্থা। যেখানে আমরা নির্বাচনকালীন একটি অন্তর্বর্তী সরকারের রূপরেখা তৈরি করতে পারি।”

পরে তথ্যমন্ত্রী মিরপুর উপজেলা চত্বরে মহাজোটের আয়োজনে এক সংক্ষিপ্ত পথসভায় ভাষণ দেন। এর আগে তিনি খোকসা ও কুমারখালীতে সংক্ষিপ্ত পথসভায় যোগ দেন।

উল্লেখ্য, মন্ত্রিসভায় যোগদানের পর কুষ্টিয়ায় এটাই তার প্রথম সফর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ