1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

পদ্মাসেতু নিয়ে রোববার কথা বলবেন অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২
  • ৭২ Time View

পদ্মাসেতু প্রকল্পের অর্থায়নে বিশ্বব্যাংকের ফিরে আসা নিয়ে কথা বলতে রোববার সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ডাচবাংলা ব্যাংকের বার্ষিক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অনুষ্ঠানের শুরু থেকেই অনলাইন, টেলিভিশন এবং দৈনিক পত্রিকার সাংবাদিকদের লক্ষ্য ছিল পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্য নেওয়া।

অনুষ্ঠান শেষে সাংবাদিকরা অর্থমন্ত্রীকে ঘিরে ধরলে রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলেই মন্ত্রী চলে যান।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী মুহিত বলেন, “ধনী-গরিব সবাই জানেন এখন জীবনের মূল সোপ‍ান হচ্ছে শিক্ষা। শিক্ষা জীবনের পরিবর্তন আনে, যে কোনো প্রতিকূল অবস্থায়ও শিক্ষা শিক্ষিত ব্যক্তিকে এগিয়ে নিতে সহযোগিতা করে। আর এক্ষেত্রে ডাচবাংলা ব্যাংক বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বড় অংকের আর্থিক সহায়তা দিয়ে রেকর্ড সৃষ্টি করছে।”

বৃত্তি প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাচবাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) শফিকুর রহমান পাটোয়ারি এবং বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গর্ভনর এসকে সুর চৌধুরী।

ধন্যবাদ জ্ঞাপন করেন ডাচবাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ।

উল্লেখ্য, ডাচবাংলা ব্যাংক সামাজিক কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কলেজে অধ্যয়নরত ৪ হাজার ১৫ জন শিক্ষার্থীর মধ্যে ১০২ কোটি টাকার বৃত্তি প্রদান করছে।

প্রত্যেক শিক্ষার্থীকে বৃত্তি হিসেবে মাসে ২ হাজার টাকা, পাঠ্য উপকরণের জন্য বছরে আড়াই হাজার টাকা এবং পোশাক পরিচ্ছদের জন্য ১০০০ টাকা দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ