1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন

মেক্সিকোতে জ্বালানি প্লান্টে বিস্ফোরণ, ২৬ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২
  • ৭৭ Time View

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস রাজ্যে প্রাকৃতিক গ্যাস প্লান্টে সংঘটিত বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে ২৬ জন। আহত হয়েছেন আরও ৪৬ জন।

মঙ্গলবার দুপুরে গ্যাস প্লান্টটিতে কর্মরত শ্রমিকদের মধ্যাহ্ন ভোজের সময় এই বিস্ফোরণ ঘটে বলে জানায় মেক্সিকোর রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান পিমেক্স জানায়।

যুক্তরাষ্ট্রের সীমান্ত সংলগ্ন রেনোসা নগরীর ঠিক বাইরেই এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জন জ্বালানি প্রতিষ্ঠানটির কর্মী আর বাকি ২২ জন ঠিকাদার। রেনোসা এবং পার্শ্ববর্তী মন্টেরি নগরীকে সংযুক্তকারী একটি মহাসড়কের পাশে প্লান্টটি অবস্থিত বলে জানা  গেছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে বলে জানায় সংবাদমাধ্যম। এ সময় নিকটবর্তী মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়। উদ্ধারকর্মে সহায়তার জন্য সেনাবাহিনীকেও তলব করা হয় বলে জানা গেছে।

বিস্ফোরনের সঠিক কারণ এখনও উদঘাটিত হয়নি। বিস্ফোরণস্থলের আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত সপ্তাহেও একই প্রতিষ্ঠানের মালিকানাধীন নিকটবর্তী অপর একটি প্ল্যান্টে বিস্ফোরন ঘটলে আহত হন চার শ্রমিক।

সাধারণত তেল চুরির উদ্দেশ্যে পাইপলাইনে করা ছিদ্রের কারণেই মেক্সিকোতে প্রায়ই দুর্ঘটন‍া ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই ঘটনাগুলোর সঙ্গে স্থানীয় সন্ত্রাসী চক্রগুলো জড়িত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ