গুরুদাসপুরে মাইক্রোবাস খাদে, চালকসহ নিহত ২

গুরুদাসপুরে মাইক্রোবাস খাদে, চালকসহ নিহত ২

নাটোরের বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ-৩৫-৫৫৩৯) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।  মাইক্রোবাসটি রাস্তার নিচে প্রায় ২০ফুট পানির নিচে তলিয়ে যায়।

নিহতরা হলেন- মাইক্রোবাস চালক টাঙ্গাইল জেলার হুগরা গ্রামের জিন্নত আলীর ছেলে সামাদ ( ২০) ও রিলায়েন্স ফার্মাসিউটিক্যালের রাজশাহী বিভাগীয় ডিরেক্টর সুলতান আহমেদ(৪০)।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন ইসলাম বাংলানিউজকে জানান, রাজশাহীর বোয়ালিয়া এলাকা থেকে ঢাকাগামী  রিলায়েন্স ফার্মাসিউটিক্যালের মাইক্রোবাসটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই চালকসহ ২ জন নিহত হন। স্থানীয় লোকজন লাশ দুটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে আসে বলেও জানান তিনি।

বাংলাদেশ