যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ: লেবাননে জ্বলছে কেএফসি রেস্টুরেন্ট

যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ: লেবাননে জ্বলছে কেএফসি রেস্টুরেন্ট

লেবাননের উত্তরাঞ্চলীয় ত্রিপোলি নগরীতে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ভিত্তিক ফুড চেইন কেএফসি বা কেন্টাকি ফ্রাইড চিকেনের একটি রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রে নির্মিত একটি চলচ্চিত্রে ইসলামকে ব্যঙ্গ করার পাশাপাশি হযরত মুহাম্মদ (সাঃ)কে অবমাননায় বিক্ষুদ্ধ প্রতিবাদকারীরা শুক্রবার যুক্তরাষ্ট্র ভিত্তিক কেএফসি রেস্টুরেন্ট জ্বালিয়ে দেয়।

এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক প্রতিবাদকারী নিহত এবং অপর ২৪ জন আহত হয় বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা একই সঙ্গে পোপের লেবানন সফরের বিরুদ্ধেও প্রতিবাদ জানায়। উল্লেখ্য, পোপ বেনেডিক্ট বর্তমানে লেবানন সফর করছেন।

শুক্রবার কেএফসিতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি বিক্ষুদ্ধ প্রতিবাদকারীরা ত্রিপোলির গ্রান্ড সেরিলে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়েও প্রবেশের চেষ্টা করে। তবে পুলিশ গুলি চালিয়ে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের গতিরোধ  করে।

এ সময় উভয় পক্ষে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে কমপক্ষে এক জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন লেবাননি সংবাদমাধ্যম।

আন্তর্জাতিক