সুদানে জার্মান ও ব্রিটিশ দূতাবাসে বিক্ষোভকারীদের হামলা

সুদানে জার্মান ও ব্রিটিশ দূতাবাসে বিক্ষোভকারীদের হামলা

যুক্তরাষ্ট্রে নির্মিত একটি চলচ্চিত্রে মহানবী হযরত মুহাম্মদ(সাঃ)কে ব্যঙ্গ এবং ইসলামকে অবমাননা করার প্রতিবাদে সুদানের রাজধানী খার্তুমে অবস্থিত জার্মান ও ব্রিটিশ দূতাবাসে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ প্রতিবাদকারীরা।

বিক্ষোভকারীরা শুক্রবার জার্মান দূতাবাসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরের পাশাপাশি এতে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে ব্রিটিশ দূতাবাসও আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

এছাড়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশে দেশে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শুক্রবারও অব্যাহত থাকে বলে জানা গেছে।

কায়রোতে শুক্রবার মার্কিন দূতাবাসে হামলার চেষ্টাকারী বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই শতাধিক বিক্ষোভকারী আহত হয় বলে জানা গেছে। এছাড়া ইয়েমেনি রাজধানী সানাতেও ব্যাপক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহবান জানিয়েছেন।

আন্তর্জাতিক