1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

ইসলাম বিরোধী চলচ্চিত্র মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২
  • ৮৪ Time View

যুক্তরাষ্ট্রে নির্মিত চলচ্চিত্রে ইসলাম ধর্মকে অবমাননার প্রতিবাদে সমস্ত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বিদেশি গণমাধ্যমসূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সৌদি আরবের প্রতিবেশী দেশ ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে হঠাৎ আক্রমণ করে যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনগণ। তবে নিরাপত্তা বাহিনীর বাধার কারণে তারা আবার পিছু হটতে বাধ্য হয়।

মিশরের স্বাস্থ্যমন্ত্রী সে দেশের গণমাধ্যমকে জানিয়েছেন, সেদেশে বিক্ষোভের সময় কমপক্ষে ২২৪ জন আহত হয়েছে।

প্রসঙ্গত লিবিয়ার বেনগাজিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত বিক্ষোভকারীদের হাতে গত বুধবার নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে।

যুক্তরাষ্ট্র বলছে, তারা লিবিয়ায় তাদের দূত নিহত হওয়ার ঘটনা পরিকল্পিত কি-না এবং সেখানে কোনো জিহাদী গ্রুপের সহায়তা ছিল কি-না সে বিষয়টি তদন্ত করে দেখছে ।

এদিকে, লিবিয়ার নয়া প্রধানমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, তার দেশ ইতিমধ্যে বেনগাজীর ঘটনা তদন্তে বেশ অগ্রসর হতে পেরেছে। এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে এবং আরও অনেককে আটক করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স ইন মুসলিম’ নামের একটি চলচ্চিত্রে হযরত মুহাম্মদকে (সা.) ব্যঙ্গ করার পাশাপাশি ইসলাম বিরোধী বক্তব্য উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি ইউটিউবে আরবি অনুবাদসহ চলচ্চিত্রটি ছড়িয়ে পরার পরপরই ক্ষোভে ফেটে পড়ে মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্ব।

বৃহস্পতিবার ইয়েমেনের মার্কিন দূতাবাসে হামলা চালানোর আগে গত বুধবার লিবিয়া এবং কায়রোর মার্কিন দূতাবাসে হামলা চালায় বিক্ষুদ্ধ প্রতিবাদকারীরা।

মঙ্গলবার দিবাগত রাতে কয়েকহাজার প্রতিবাদকারী লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজী শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়ে দূতাবাস ভবনে আগুন লাগিয়ে দেয়। এসময় কনস্যুলেট ভবনে অবস্থানকারী লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস ও অপর তিন দূতাবাস কর্মী নিহত হন।

এছাড়া মিশরের রাজধানী কায়রোর মার্কিন দূতাবাসেও হামলা চালায় বিক্ষুদ্ধ মিশরীয়রা। কায়রোতে বিক্ষোভকারীরা দূতাবাস প্রাঙ্গণ ভাংচুরের পাশাপাশি ১১ সেপ্টেম্বর উপলক্ষ্যে দূতাবাসে অর্ধনমিত রাখা যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা নামিয়ে এতে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে কালো রংয়ের পতাকা টাঙ্গিয়ে দেয়।

সংবাদমাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে দূতাবাস প্রাঙ্গণে রাখা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। এছাড়া দূতাবাস থেকে পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি প্রধান ফটকে ভাংচুর চালায় তারা।

অপরদিকে, লিবিয়ায় রাষ্ট্রদূত নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এ হামলা পূর্বপরিকল্পিত কিনা তা তদন্ত করে দেখবে তারা। চরমপন্থি জিহাদি গ্রুপগুলো পূর্বপরিকল্পিতভাবে দূতাবাসে হামলা চালাতে পারে বলে সন্দেহ পোষণ করছে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ