দালাল নয় সরকারিভাবে জনশক্তি নেবে মালয়েশিয়া

দালাল নয় সরকারিভাবে জনশক্তি নেবে মালয়েশিয়া

দালালের মাধ্যমে জনশক্তি নিতে মালয়েশিয়া আগ্রহী নয় বলে জানিয়েছেন সে দেশের মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি ড. এস সুব্রাহ্মনিয়াম।

তিনি বলেন, ‘মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কোনো রিক্রুটমেন্ট এজেন্টের (দালাল) মাধ্যমে জনশক্তি নিতে আগ্রহী নয়। সরকারের মাধ্যমেই নিতে আগ্রহী।”

তিনি আরও বলেন, “বৃহস্পতিবার এ বিষয়ে একটি চ‍ূড়ান্ত প্রস্তাবনা তৈরি করা হবে। আজ এর প্রাথমিক আলোচনা হয়েছে। চূড়ান্ত প্রস্তাবনা কেবিনেটে আলোচনা কর‍া হবে।”

বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, “রিক্রুমেন্ট এজেন্সির মাধ্যমে শ্রমশক্তি রফতানিতে শ্রমিকদের খরচ অনেক বেড়ে যায়। এজন্য মালয়েশিয়া সরকার দালালদের মাধ্যমে জনশক্তি নিতে চায় না। তারা এমনভ‍াবে জনশক্তি নিতে চায়, যাতে তিন মাসের মধ্যে একজন শ্রমিকের প্লেনভাড়াসহ আনুসাঙ্গিক খরচ উঠে আসে।”

বুধবার এক বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান দুই মন্ত্রী।

অর্থ বাণিজ্য