1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

জানুয়ারিতে ৮ম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২
  • ৭৫ Time View

আগামী বছরের জানুয়ারি মাসে আবার প্লাস্টিক মেলা অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপি মেলা শুরু হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মেলা ২৩ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৬ জানুয়ারি।

মঙ্গলবার বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমাইএ) প্রধান কার্যালয়ে ৮ম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার ২০১৩ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপিজিএমইএর সভাপতি মো. জসিম উদ্দিন এ তথ্য জানান।

সংবাদ সম্মলনে জানানো হয়, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং তাইওয়ানের চেং চু ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড অতীতের মতো এবারও যৌথভাবে এই মেলার আয়োজন করতে যাচ্ছে। এ ব্যাপারে যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সভায় আরো জানানো হয়, তাইওয়ানের চেং চু ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড হচ্ছে একটি প্রতিষ্ঠিত কোম্পানি যারা বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের শিল্প মেলার আয়োজন করে থাকে।

আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ারে মেশিনারীজ, মোল্ড, কাচাঁমাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ দেশে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ৮ম প্লাস্টিক মেলায়ও প্রায় ৩৫০টির মত স্টল থাকবে। চীন, ভারত, পাকিস্তান, তাইওয়ান, কোরিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, ভিয়েতনাম, তুরস্ক, অস্ট্রিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের নতুন নতুন পণ্য সম্ভার নিয়ে মেলায় অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বিগত ৭টি মেলার মতো ৮ম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার সফল করার সার্বিক উদ্যোগ নেয়া হয়েছে। অন্যান্য বারের মতো এবারও মেলায় আয়োজন থাকবে একাধিক সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা সভার। এছাড়া থাকবে বায়ার সেলার মিটিং।

সংবাদ সম্মেলনে, বিপিজিএমইএ সাবেক সভাপতি এ এস এম কামাল উদ্দিন, সাবেক সভাপতি মো.ইউসুফ আশরাফ, সাবেক সভাপতি ফেরদৌস ওয়াহেদ, সভাপতি শাহেদুল ইসলাম (হেলাল), শামিম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেকুর রহমান নান্নু, সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন, উপদেষ্টা হাজী আব্দুর রশিদ, সহকারী সাধারণ সম্পাদক খাজা আকরাম উল্লাহ, আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ারের যৌথ আয়োজক প্রতিষ্ঠান তাইয়ানের চেং চু ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর গি মিঃ দেনিস লিন ও জুদে ওয়াং উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ