1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

ব্যাংকিং খাতের তদারকিকে অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক: বিবি গভর্নর

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২
  • ৭৬ Time View

ব্যাংকগুলোতে নজরদারির বিষয়টি বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

তিনি বলেন, “ব্যাংকগুলোতে নজরদারির বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এজন্য বাংলাদেশ ব্যাংক কৌশলগত পরিবর্তন আনতে শুরু করেছে। দেশের ব্যাংকিং খাতকে গতিশীল, গ্রাহকবান্ধব ও মানবিক করতে নিরন্তর কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।”

মঙ্গলবার বিকেলে ওয়েবভিত্তিক কৃষি ঋণ-ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (এমআইএস) সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সূর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক আব্দুল হামিদ প্রমুখ।

এ সময় আতিউর রহমান বলেন, “আর্থিক খাতে স্থিতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংক একটি আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এর ফলে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও সক্ষমতা দুই-ই বাড়বে। আর এ লক্ষ্যে বাস্তবায়নে অনলাইন ব্যাংকিং কার্যক্রম, অনলাইন ঋণ তথ্য বিবরণী (সিআইবি), অটোমেটেড ক্লিয়ারিং হাউজ, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস লেনদেন নেটওয়ার্ক, ই-কর্মাস, মোবাইল ব্যাংকিং, তথ্য প্রযুক্তি খাতের নতুন নতুন সেবা বিশেষ করে নিয়ে আসা হচ্ছে।”

এদিকে কৃষিঋণ ও আর্থিক অন্তর্ভূক্তিমূলক সেবা কার্যক্রমের ওয়েব নির্ভর সফটওয়ার চালুর ফলে ব্যাংকগুলো অনলাইনে সহজেই এ ঋণের তথ্য দিতে পারবে। এখানে ব্যাংকের কৃষি ঋণের মাসিকভিত্তিক তথ্য থাকবে এবং সহজেই বাংলাদেশ ব্যাংক তা তদারকি করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ