1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

২২ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘দামাল’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩৪ Time View

শুক্রবার (২৮ অক্টোবর) মুক্তি পেল রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘দামাল’। সারা দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধের সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের ছায়া অবলম্বনে নির্মিত সিনেমাটি।
ঢাকার মধ্যে যেসব হলে সিনেমাটি মুক্তি পেয়েছে সেগুলো হলো-স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এস কে এস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (সামরিক জাদুঘর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) লায়ন সিনেমাস (জিঞ্জিরা), মধুমিতা (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), সেনা অডিটরিয়াম (সাভার ক্যান্টনমেন্ট)।
ঢাকার বাইরে মুক্তি পেয়েছে মণিহার (যশোর), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবাণী (ময়মনসিংহ), শাপলা সিনেমা (রংপুর), সুগন্ধা (চট্টগ্রাম), শঙ্খ (খুলনা), লিবার্টি সিনেমা (খুলনা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মম-ইন (বগুড়া) ও রুটস সিনেক্লাবে (সিরাজগঞ্জ)।
স্বাধীন বাংলা ফুটবল দলের দামাল ছেলে হয়ে এই সিনেমার টিজার-পোস্টারে চমক দেখিয়েছেন সিয়াম ও রাজ। অন্যদিকে আলাদাভাবে নজর কেড়েছেন বিদ্যা সিনহা মিম। যিনি গত ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সবার মন জয় করেছেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এই গল্প নিয়ে এর আগে কেউ কাজ করেননি। স্বাধীনতা অর্জনে স্বাধীন বাংলা ফুটবলের অসামান্য ভূমিকা ছিল। সেই অজানা গল্পটাই এবার তুলে ধরছেন রাফী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। রাফীর সঙ্গে চিত্রনাট্য সাজিয়েছেন নাজিম উদ দৌলা।
তাই বলে কেবল ফুটবল ঘিরে গল্পটি এগোয়নি। বরং মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বরতার চিত্রও থাকছে প্রাসঙ্গিকভাবে। একদিকে মুক্তিকামী যোদ্ধাদের রক্তাক্ত লড়াই, অন্যদিকে স্টেডিয়ামে স্বাধীন বাংলা ফুটবল দলের বিজয়োল্লাস।
সিনেমাটিতে সিয়াম, রাজ, মিম ছাড়াও আছেন ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ