1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

‘আইএসআইয়ের সবচেয়ে বড় শত্রু যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে ডা.শাকিল আফ্রিদি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২
  • ১০৯ Time View

সিআইএর কাছে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহকারী হিসেবে অভিযুক্ত পাকিস্তানি চিকিৎসকের সাক্ষাতকার নেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ।

বিশ্বাসঘাতকতা এবং জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সংযোগ থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে শাকিল আফ্রিদি নামের ওই চিকিৎসক বর্তমানে পাকিস্তানের একটি সুরক্ষিত কারাগারে বন্দী।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন লাদেনের মৃত্যুর পর পালানোর প্রয়োজন হবে একথা তিনি আগে ভাবেননি। লাদেনের আস্তানা যুক্তরাষ্ট্রকে চিনিয়ে দেওয়ার অভিযোগে আইএসআই এজেন্টরা তাকে অপহরণ করে বলেও অভিযোগ করেন তিনি।

আইএসআই যুক্তরাষ্ট্রকে তাদের সবচেয়ে চরম শত্রু হিসেবে মনে করে বলেও সাক্ষাতকারে উল্লেখ করেন তিনি। এছাড়া সিআইএর মূল লক্ষ্য যে ওসামা বিন লাদেন তা তিনি জানতেন না বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, “ওই বাড়িতে কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে তা জানতাম, তবে নিশ্চিত ছিলাম না তারা কে।” লাদেনের হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি তিনি আগে কখনই কল্পনা করেননি বলেও দাবি করেন তিনি।

এ ঘটনার পর সিআইএ তাকে আফগানিস্তানে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলো বলেও উল্লেখ করেন তিনি। তবে ঝুঁকিপূর্ণ পাক আফগান সীমান্ত অতিক্রম করতে তিনি ভয় পেয়েছিলেন বলে দাবি করেন তিনি।

আইএসআই তার ওপর নির্যাতন চালিয়েছে উল্লেখ করে তিনি সাক্ষাতকারে বলেন আইএসআই কর্মকর্তাদের কাছে আমেরিকানরা ভারতীয়দের চাইতেও বড় শত্রু।

নাইন ইলেভেন হামলার একাদশ বার্ষিকীর প্রাক্কালে তার এ সাক্ষাতকার প্রকাশ করে ফক্স নিউজ। লাদেনের মৃত্যুর ২০ দিন পর গত বছরের ২২ মে পাকিস্তানের হায়াতাবাদের একটি তল্লাশি চৌকি থেকে আটক করা হয় শাকিল আফ্রিদিকে।

এদিকে সুরক্ষিত কারাগারে বন্দী শাকিল আফ্রিদি কিভাবে সাক্ষাতকার দিলেন তা এখনও পরিষ্কার করেনি ফক্স কর্তৃপক্ষ। অসমর্থিত সূত্র থেকে জানা গেছে  মোবাইল ফোনের মাধ্যমে পেশোয়ার কারাগারে বন্দী আফ্রিদির সাক্ষাতকার নিয়েছে ফক্স। তবে ফক্স নিউজের ওই সাক্ষাতকারের বিষয়ে বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে যা এর বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করে।

শাকিলের আইনজীবীও এ ব্যাপারে বিস্ময় প্রকাশ করে বলেন সুরক্ষিত কারাগারের সুরক্ষিত সেলে বন্দী থাকা অবস্থায় তিনি কিভাবে সাংবাদিকের সঙ্গে ফোনে কথা বলতে সক্ষম হলেন।  একমাত্র তার ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া তার সঙ্গে আর কেউ দেখা করতে পারেন না। গত আগস্ট মাসে তারা মাত্র দুই বার তার সঙ্গে দেখা করতে পেরেছেন বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া পাকিস্তানে থাকা তার পরিবারের অপর সদস্যদের ওপর কর্তৃপক্ষের আরও খড়গ নেমে আসতে পারে জেনেও এ সাক্ষাতকার দেওয়াটা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য হচ্ছেনা।

এ ব্যাপারে কারাগার কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করা হলে সাক্ষাতকারে বিষয়ে তারা বিস্ময় প্রকাশ করেন। ফোনটিকে গোপনে তার কারাকক্ষে পাচারের সম্ভাবনাকেও উড়িয়ে দেন তারা।

উল্লেখ্য শাকিল আফ্রিদি নামের ওই চিকিৎসক একটি ভুয়া হেপাটাইটিস বি প্রতিষেধক কর্মসূচির আড়ালে পাকিস্তানের অ্যাবোটাবাদে সপরিবারে আত্মগোপনে থাকা আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ডিএনএ নমুনা সংগ্রহের চেষ্টা করছিলেন বলে অভিযোগ করা হয়।

তাকে গত মে মাসে তাকে ৩৩ বছরের কারাদ- দেওয়া হয়। তিনি বর্তমানে পেশোয়ারের একটি সুরক্ষিত কারাগারের একটি সেলে কর্তৃপক্ষের কড়া নজরদারিতে আছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ