1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

শ্রম আইন ২০০৬ সংশোধনের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২
  • ৫৯ Time View

শ্রম আইন ২০০৬ সংশোধন ও চলমান সংসদ অধিবেশনে শ্রমিকদের স্বার্থে নতুন আইন পাস করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।

শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান শ্রমিক নেতারা।

মানববন্ধনে বাংলাদেশ শ্রম আইনকে ২০০৬ কালো আইন উল্লেখ করে এর সংশোধন ও একটি গণতান্ত্রিক শ্রম আইন সংসদে পাস করাসহ ৯ দফা দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা।

সংগঠনের সমন্বয়ক দেলোয়ার হোসেন বলেন, দেশে প্রচলিত শ্রম আইন শ্রমিক স্বার্থ বিরোধী। এ আইনের যে ধারা রয়েছে সেখানে শ্রমিকদের পক্ষে কোনো স্বার্থ নেই। অবিলম্বে শ্রমিকদের স্বার্থে চলমান সংসদ অধিবেশনে আইন পাস করার দাবি জানান তিনি।

দাবিগুলো হচ্ছে- গার্মেন্টস শ্রমিকদের মহার্ঘ্য ভাতা প্রদান, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদানে খাদ্য মন্ত্রণালয় ঘোষিত ফেয়ারপ্রাইস কার্ড অবিলম্বে বিতরণ, সরকারি উদ্যোগে ডরমেটরি নির্মাণ ও বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতকরণ, কারখানা পর্যায়ে মিড-ম্যানেজমেন্ট নিয়োগ, সকল গার্মেন্টসে অবৈধ চাকরিচ্যুতি বন্ধ করা, শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, নারী কর্মীদের ৬ মাস মাতৃত্বকালীন ছুটি প্রদান ও শ্রম আইন ২০০৬ সংশোধন পূর্বক গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন।

মানববন্ধনে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় নেতা তৌহিদুর রহমান, নাজমা আক্তার, রোকেয়া সুলতানা আঞ্জু, আলমগীর রনি, মাইনুদ্দিন মণ্ডলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ