1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

ডেমোক্রাট কনভেনশন: উদ্বোধনী দিন আলোকিত মিশেল ওবামায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২
  • ৮০ Time View

ডেমোক্রেটিক কনভেনশনের উদ্বোধনী দিনে আবেগময় কিন্তু বুদ্ধিদীপ্ত ভাষণ দিয়ে শ্রোতাদের মন জয় করে নিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা দুই যুবক যুবতীর দাম্পত্য জীবন শুরুর সংগ্রামী জীবনের কথা বর্ণনা করে মিশেল ওবামা জানান মধ্যবিত্ত জীবনের সব সমস্যা মোকাবেলা করেছেন বলেই আমেরিকার কোটি কোটি মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন দুঃখ দুর্দশার কথা হৃদয় দিয়ে অনুভব করতে পারেন তারা।

তিনদিনের ডেমোক্রেটিক কনভেনশনের প্রথম রাতে দেওয়া ভাষণে মিসেস ওবামা আর দশটা সাধারণ মার্কিন মধ্যবিত্ত দম্পতি হিসেবে নিজেদের জীবনের শুরুর দিকের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। তার স্বামীর ওপর আস্থা রাখার জন্য এ সময় যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। এছাড়া উল্লেখ করেন ফার্স্ট লেডি হিসেবে পাওয়া অভাবনীয় সম্মানের কথাও।

মিসেস ওবামা তার দেওয়া ভাষণে বলেন চার বছর আগে দেশকে নিয়ে তার স্বামীর দেখা স্বপ্নের ওপর গভীর আস্থাশীল থাকলেও তিনি এই ভেবে উদ্বিগ্ন ছিলেন ওবামার রাষ্ট্রপতিত্ব পরিবার ও তাদের মেয়েদের জীবনের ওপর কোনো প্রভাব ফেলে কিনা।

সমবেত জনগণের তুমুল করতালির মধ্যে দিয়ে চলা তার বক্তৃতায় তিনি তাদের ২৩ বছরের দাম্পত্য জীবনের কথা বর্ণনা করতে গিয়ে আবেগময় হয়ে পড়েন।

মিশেল ওবামা উল্লেখ করেন, বারাক ও তিনি এমন একটি পরিবার থেকে উঠে এসেছেন যাদের অর্থ সম্পদ খুব বেশি ছিলো না। তবে তারা সেখান থেকে অর্থসম্পদের থেকেও মূল্যবান কিছু লাভ করতে সক্ষম হয়েছিলেন। পরিবার থেকে শর্তহীন ভালবাসা ও আত্মত্যাগের শিক্ষা পেয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।

সাধারণ জনগণের দুঃখ দুর্দশা নিয়ে ওবামার ভাবনার পেছনে তার আইন পেশার পটভূমি ব্যাপক অনুপ্রেরণা যোগায় বলে  এ সময় উল্লেখ করেন তিনি।

আইন পেশায় থাকার সময় ওবামা নারীদের জন্য সমান মজুরি, স্বাস্থ্যসুবিধা এবং ছাত্র ঋণের ব্যাপারে পরামর্শ প্রদান করতেন।

হোয়াইট হাউসের চার বছর ব্যক্তি ওবামাকে একটুও পরিবর্তন করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন ওবামা এখনও আগের মানুষই আছেন। অনেক বছর আগে থেকে যে মানুষটিকে তিনি ভালোবাসা শুরু করেছিলেন ওবামা আজও তাই আছেন বলে জানান তিনি।

নর্থ ক্যারোলিনার শার্লোটে অনুষ্ঠিত হচ্ছে এ কনভেশন। বৃহস্পতিবারের কনভেনশনে চূড়ান্ত দিনে ডেমোক্রাট দলের মনোনীত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বারাক ওবামা ও জো বাইডেনের নাম ঘোষণা করা হবে। আগামী নভেম্বরের নির্বাচনে এই জুটি রিপাবলিকান প্রার্থী মিট রমনি ও পল রায়ানের মোকাবেলা করবেন।

গত সপ্তাহে ফ্লোরিডায় রিপাবলিকান কনভেশন ব্যাপক আলোচিত হওয়ার পর প্রেসিডেন্ট ওবামা আবারও গণমাধ্যমের আলো নিজের দিকে ফিরিয়ে আনার লক্ষ্যে হিসেবে অঙ্গরাজ্যগুলো সফর শুরু করেছেন। এর অংশ হিসেবে সোমবার তিনি হারিকেন বিধ্বস্ত লুইজিয়ানা সফর করেন। সর্বশেষ জরিপে ওবামা এখনও সামান্য ব্যবধানে রমনির থেকে এগিয়ে আছেন বলে জানা গেছে।

গ্রিনিচ সময় মঙ্গলবার ২১০০ ঘণ্টায় ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারপারসন ডেবি ওয়েসারম্যান শুলজ সম্মেলনের আনুষ্ঠানিক সুচনা করেন। উদ্বোধনী দিনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দল থেকে নির্বাচিত গভর্নর, কংগ্রেস সদস্য, বিভিন্ন নগরীর মেয়র ও ইলোক্টোরাল প্রার্থীরা। নিজেদের বক্তব্যে তারা ওবামার গৃহীত নীতির পক্ষে নিজেদের জোরালো সমর্থন ব্যক্ত করেন।

কনভেনশনে প্রথমে প্রয়াত ডেমোক্রেট সিনেটর এডওয়ার্ড কেনেডিকে স্মরণ করা হয়। ১৯৯৪ সালে সিনেটে মিট রমনির সঙ্গে তার বিখ্যাত বিতর্কের একটি ক্লিপ এবং রোড আইল্যান্ডের স্বতন্ত্রভাবে নির্বাচিত গভর্নর সাবেক রিপাবলিকান লিংকন চ্যাফের দেওয়া বক্তব্যের ক্লিপ প্রচার করা হয়।

ওই বক্তব্যে তিনি দাবি করেছিলেন তার সাবেক দল রিপাবলিকান পার্টি পথ হারিয়ে ফেলেছে এবং পুরোপুরি রক্ষণশীলদের ধ্বজাধারীতে পরিণত হয়েছে।

বুধবার কনভেনশনের দ্বিতীয় দিনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বারাক ওবামা ও জো বিডেনের মনোনয়ন  আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওবামা ও জো বিডেনের মনোনয়ন গ্রহণ এবং সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কনভেনশন শেষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ