1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

দুই ডিএমডিকে বরখাস্ত করতে মন্ত্রণালয়ের মত চেয়েছে সোনালী ব্যাংক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১২
  • ৮৮ Time View

হলমার্ক অর্থ কেলেংকারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) সাময়িক বরখাস্ত করার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের মতামত চেয়েছে সোনালী ব্যাংক।

রোববার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে এসংক্রান্ত একটি চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, “সোমবার সোনালী ব্যাংকের বোর্ডসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বোর্ডসভার আগেই চিঠিতে উল্লিখিত ওই দুই ডিএমডির বিষয়ে মতামত জানাতে মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।”

সূত্র আরো জানায়, “এছাড়া হলমার্ক অর্থ কেলেংকারির সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের আরো ছয়জন মহাব্যবস্থাপকের (জিএম) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও মন্ত্রণালয়ের মতামত চেয়েছে সোনালী ব্যাংক। যদিও ব্যাংকের পরিচালনা পর্ষদেরই এদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে।”

সূত্রমতে, এ ছয়জন জিএম হচ্ছেন মীর মাহিদুর রহমান, ননী গোপাল নাথ, মেসবাহ-উল হক, মোঃ মোস্তাফিজুর রহমান, আলী হাসান খান ও নওশাদ আলী খন্দকার।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ এ মাসের ৮ তারিখে শেষ হচ্ছে। এ কারণে ব্যাংকের নতুন চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ নিয়োগ দেওয়ার বিষয়েও তোড়জোর চলছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ইতোমধ্যেই এসংক্রান্ত একটি তালিকা অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছেন বলে সূত্র জানায়।

সূত্রমতে, সোনালী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় এজিএমের আগেই মনোনীত নতুন চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের নাম চূড়ান্ত করা হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মালিক হিসেবে অর্থসচিব ফজলে কবীর ওই এজিএমে উপস্থিত থাকতে পারেন বা প্রতিনিধি পাঠাতে পারেন বলে সূত্র জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ